advertisement
বাংলা খবর » TAG » Ishant Sharma

ইশান্ত শর্মা খবর

ইশান্ত শর্মা: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে

পুরো নাম: ইশান্ত বিজয় শর্মা

জন্ম: ২ সেপ্টেম্বর ১৯৮৮

উচ্চতা: ৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: ডান-হাতি ব্যাটার, ডান-হাতি ফাস্ট-মিডিয়াম বোলার

পরিবার:

পিতা: বিজয় শর্মা

মাতা: গ্রিশা শর্মা

স্ত্রী: প্রতিমা সিং

দিল্লিতে জন্মেছেন ইশান্ত শর্মা। তাঁর ডাকনাম লম্বু। ইশান্তের স্ত্রী প্রতিমা ছিলেন এক জন প্রাক্তন ভারতীয় মহিলা বাস্কেটবল খেলোয়াড়।

কেরিয়ারের সূচনা:

ইশান্ত শর্মা হলেন এক জন ভারতীয় ক্রিকেট তারকা। আন্তর্জাতিক স্তরে খেলা সবচেয়ে লম্বা ভারতীয় ক্রিকেট তারকা হলেন তিনি। ১৮ বছর বয়সে দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল তাঁর। এর পর দ্রুততার সঙ্গে সাফল্য অর্জন করেন তিনি। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০০৬ সালে ইংল্যান্ড এবং ২০০৬-০৭ সালে পাকিস্তান সফর করেন ইশান্ত। ভারতের হয়ে তিনটি যুব টেস্টের পাশাপাশি ছয়টি যুব ওয়ান-ডে আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। এখনও পর্যন্ত দিল্লির হয়ে ১৩৮টি প্রথম শ্রেণীর ম্যাচে ৪৫১ উইকেট নিয়েছেন ইশান্ত। 

আন্তর্জাতিক মঞ্চে উত্থান: 

২০০৬-০৭ সালে ভারতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিলেন ইশান্ত শর্মা, তখন তাঁর বয়স ছিল ১৮ বছর। ২০০৭ সালে বাংলাদেশ সফরের জন্য টেস্ট দলে নির্বাচিত হন তিনি। এই সফরের দ্বিতীয় ম্যাচে তিনি মুনাফ প্যাটেলের জায়গায় মাঠে নামেন এবং মাত্র ৩ ওভারে মাত্র ৫ রান দেন, যার মধ্যে একটি মেডেন ওভার ছিল।

২০০৭ সালে অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তী রিকি পন্টিংয়ের বিরুদ্ধে তিনি একটি ওভার করেন। এই ওভারই ছিল তাঁর জীবনের অন্যতম টার্নিং পয়েন্ট। সেই সময় ১৯ বছর বয়সী ইশান্ত ৩ বার বিশ্বকাপ জয়ী ক্যাপটেনকে আউটসাইড অফ-স্ট্যাম্পে বল করে স্লিপের ক্যাচে আউট করেন। ৭টি ইনিংসের মধ্যে ইশান্ত পন্টিংকে ৬ বার আউট করেছেন। ২০০৮ সালে ইশান্ত ১৩টি টেস্টে ৩৮টি উইকেট নিয়ে দলের স্থায়ী অংশ হয়ে যান। এর পর তাঁর ফর্ম খারাপ হয়ে যায় এবং বেশি উইকেট নিতে ব্যর্থ হন। ২০১১ সালে ১২টি টেস্টে ৪৩টি উইকেট নিয়ে আবার ফর্মে ফিরে আসেন।  

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই অভিষেক ঘটে ইশান্ত শর্মার। টেস্ট সিরিজের পর এই লিমিটেড ওভার ফরম্যাটেও দিল্লির এই পেসার নিজের দক্ষতার প্রদর্শন করে। সিরিজের একটি ম্যাচে তিনি ১৫৩ কিমি প্রতি ঘণ্টা বেগে বল করে সকলকে তাক লাগিয়ে দেন। ওই সিরিজে ইশান্ত শর্মা মোট ১৪টি ইউকেট নিয়েছেন এবং ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

ক্রিকেটের ভাষায় গান টি-টোয়েন্টি বোলার হওয়া সত্ত্বেও খুব বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে খেলার সুযোগই পাননি ইশান্ত শর্মা। ১৩ বছরেরও বেশি আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

আইপিএল কেরিয়ার:

ইশান্ত শর্মা তাঁর ১৩ বছরের দীর্ঘ কেরিয়ারে বেশ কয়েকটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। কলকাতা নাইট রাইডার্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাইজিং পুণে সুপারজায়ান্ট, কিংস ইলেভেন পঞ্জাব – এই দলগুলির সঙ্গে খেলার পর বর্তমানে নিজের হোম স্টেট দিল্লি ক্যাপিটালস দলের হয়ে খেলছেন ইশান্ত। 

রেকর্ড:

  • টেস্ট ম্যাচে ১০০টি উইকেট পাওয়া পঞ্চম দ্রুততম ভারতীয় ক্রিকেট-তারকা।
  • টেস্ট ম্যাচে ২৫০টি উইকেট পাওয়া দ্বিতীয় ধীরতম ভারতীয় ক্রিকেট-তারকা।
  • ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ইশান্ত শর্মা ৩০০-তম উইকেট নিয়েছেন।

 পুরস্কার:

২০২০ সালে ক্রিকেট জগতে দুর্দান্ত পারফরমেন্সের জন্য ভারত সরকারের তরফ থেকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছে ইশান্ত শর্মাকে।

আরো দেখুন …

সব খবর

advertisement
advertisement