News18-এ কাজ পাইয়ে দেবে বলে কেউ টাকা চাইছেন? কী করবেন, জানুন বিশদে!
আজকাল ব্যাপক মাত্রায় বাড়ছে কর্পোরেট ফ্রডের ঘটনা। চাকরিপ্রার্থীরা প্রতারণার শিকার হচ্ছেন প্রায় প্রতিদিন। সম্প্রতি এমনই বেশ কয়েকটি ঘটনার খোঁজ পেয়েছে Network18 Media & Investments Limited। একাধিক জায়গা থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গিয়েছে, বিভিন্ন সংস্থা ও ব্যক্তি Network18 Media-এর নামে আকর্ষণীয় চাকরির অফার দিচ্ছে। আর এই প্রতারণার ফাঁদে পড়ছেন চাকরিপ্রার্থীরা। চাকরির নামে প্রতারণা করে তাঁদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক বিশদে!
কী ভাবে ঘটে এই বিষয়গুলি?
এক্ষেত্রে প্রথম প্রথম খুব কায়দা করে ফাঁদ পাতে প্রতারণাকারী সংস্থাগুলি। প্রার্থীদের কাছ থেকে প্রথমবার যে পেমেন্ট নেওয়া হয়, তার পরিমাণ অল্প হয়। এর জেরে সহজে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন না সংশ্লিষ্ট চাকরিপ্রার্থী।
একবার চাকরিপ্রার্থী ফাঁদে পড়ার পর ধীরে ধীরে টাকার পরিমাণ বাড়াতে শুরু করে ফ্রডস্টাররা। যতই নিয়োগ বা ইন্টারভিউয়ের দিন এগিয়ে আসে, ততই বাড়তে থাকে এই টাকার পরিমাণ।
এক্ষেত্রে ল্যাপটপ, কম্পিউটার বা নানা প্রশিক্ষণের সূত্র ধরে অনেক সময়ে বড়সড় পরিমাণ অর্থও দাবি করা হয়।
টাকার পাশাপাশি ব্যক্তিগত তথ্য ও নথিপত্রও চেয়ে নেওয়া হয়। পরে এই তথ্যগুলিই বেচে দেওয়া হয়।
প্রতারণা থেকে বাঁচতে চাকরিপ্রার্থীদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে-
চাকরির জন্য সংস্থার তরফে কোনও প্রার্থীর কাছে আগাম কোনও টাকা চাওয়া হয় না। কোনও পদে নিয়োগের জন্য ডিপোজিট মানিও নেওয়া হয় না।
সংস্থা নিয়োগের ক্ষেত্রে অন্য কোনও মাধ্যম ব্যবহার করা হয় না। অর্থাৎ নিয়োগের কাজে সংস্থার তরফে কোনও এজেন্ট, কোনও সংস্থা বা ব্যক্তি বিশেষকে কাজে লাগানো হয় না। সংস্থা সরাসরি নিয়োগের কাজ করে।
এক্ষেত্রে হোয়াটস অ্যাপের মাধ্যমে কখনও কোনও ব্যক্তিগত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার কথা বলা হয় না। সংস্থা কখনও হোয়াটস অ্যাপের সাহায্যে মার্কশিট, PAN কার্ড, আধার কার্ড, CV বা এইজাতীয় তথ্য চায় না।
নিয়োগ চলাকালীন কোনও ব্যক্তিগত email ID অর্থাৎ Gmail, Yahoo, Hotmail, Outlook-এর মাধ্যমে সংস্থার তরফে যোগাযোগ করা হয় না। সমস্ত ক্ষেত্রে @nw18.com-এর ইমেল আইডিতে যোগাযোগ করা হয়।
মিডিয়া সংস্থার বার্তা- যে সমস্ত প্রার্থীরা এই ধরনের কোনও সংস্থা, এমপ্লয়মেন্ট পোর্টাল বা কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছেন, তাঁদের নিজেদের ঝুঁকিতে আবেদন করতে হবে। নিজেদেরই দায়িত্ব নিতে হবে। এক্ষেত্রে কোনও ক্ষতি হলে Network18 ও এই গ্রুপের কোনও সংস্থাই প্রত্যক্ষ বা পরোক্ষরূপে দায়ী থাকবে না।
যদি কোনও সমস্যা দেখা দেয় বা কোনও প্রতারণার ঘটনা ঘটে, তাহলে প্রার্থীদের আগাম সতর্ক হতে হবে। প্রয়োজনে recruitment.fraud@nw18.com -এ যোগাযোগ করা যেতে পারে। এনিয়ে বিশদে পর্যালোচনা করবে সংস্থার ফ্রড ও মিসকনডাক্ট ইনভেস্টিগেশন টিম।
Registered Office: Corporate Communications Telephone : (+91 22) 40019000
First Floor, Empire Complex,
414 Senapati Bapat Marg, Lower Parel,
Mumbai-400013 Maharashtra, India
CIN: L65910MH1996PLC280969