Shami - Ishant pair : ইশান্ত, শামির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ইংরেজ পেসার

Last Updated:

Steve Harmison feels Shami and Ishant Sharma forms a lethal pair. হারমিসন ভারতীয় ফাস্ট বোলিং ইউনিটকে দেখে দারুণ খুশি। বিশেষ করে মহম্মদ শামি এবং ইশান্ত শর্মাকে নিয়ে উচ্ছ্বসিত তিনি

আজ সেই হারমিসন ভারতীয় ফাস্ট বোলিং ইউনিটকে দেখে দারুণ খুশি। বিশেষ করে মহম্মদ শামি এবং ইশান্ত শর্মাকে নিয়ে উচ্ছ্বসিত তিনি। স্টিভ মনে করেন শামি এবং ইশান্ত একে অপরকে বুদ্ধি করে সহায়তা করেন। দেখে নিজের সঙ্গে ম্যাথিউ হোগার্ডের জুটির কথা মনে পড়ে যাচ্ছে তাঁর। হারমিসন মনে করেন শামির বল করার পদ্ধতি তাঁর প্রাক্তন সতীর্থের মত। সাধারণত দুরন্ত আউট সুইং হাতে রয়েছে শামির। এর সঙ্গে যোগ করেছেন স্লো বাউন্সার।
advertisement
অন্যদিকে ইশান্ত ইনসুইং বোলার। দীর্ঘদেহী হওয়ার ফলে বল পড়ে ডানহাতি ব্যাটসম্যানদের ভেতরে ঢুকে আসে। আবার বাঁহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে ইশান্তের একটি বিশেষ বল আছে, যা সমস্যা তৈরি করেছে মইন আলি, স্যাম কারানদের ব্যাট করার সময়। ইংল্যান্ডের উইকেটে কোন লেংথ সাফল্য আনবে, দীর্ঘদিন খেলার সুবাদে জানা আছে তাঁদের।
advertisement
বাকি দুই ফাস্ট বোলার সিরাজ এবং বুমরা এই দুজনকে কাছ থেকে পাওয়ায় নিজেদের দ্রুত উন্নত করতে পেরেছেন মনে করেন হারমিসন। যদি চলতি ইংল্যান্ড সফরে কোনও ভারতীয় ফাস্ট বোলার চোট না পান, তাহলে ইংল্যান্ডের পক্ষে কাজটা অত্যন্ত কঠিন হয়ে যাবে সাফ জানিয়ে দিলেন প্রাক্তন ইংরেজ পেসার।
advertisement
পাশাপাশি তিনি মনে করেন অ্যান্ডারসন যতই চেষ্টা করুন, বয়স একটা ফ্যাক্টর। তার ওপর স্টুয়ার্ট ব্রড ছিটকে গিয়েছেন। নবাগত রবিনসন এবং উড চেষ্টা করছেন ঠিকই, কিন্তু ভারতীয় ফাস্ট বোলারদের মত পার্থক্য তৈরি করতে পারছেন না। উল্লেখ্য শামি নিয়েছেন সাত এবং ইশান্ত নিয়েছেন তিনটি উইকেট।
বাংলা খবর/ খবর/খেলা/
Shami - Ishant pair : ইশান্ত, শামির প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন ইংরেজ পেসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement