WTC Final 2021: মাঠে চোট পেয়ে বেরোচ্ছিল হু হু করে রক্ত, আঙুলে স্টিচ পড়ল ইশান্তের, দেখুন

Last Updated:

মারাত্মক চোটের পর ইশান্ত শর্মার (Ishant Sharma) হাতের এখন ঠিক কী অবস্থা দেখেছেন কি?

#লন্ডন: ভারতীয় ক্রিকেট দলের   (Indian Cricket Team) অত্যন্ত দায়িত্বশীল ক্রিকেটার ইশান্ত শর্মা (Ishant Sharma) , বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আঙুলে চোট পান৷ চোট যথেষ্ট জোরালো ছিল, হাতে স্টিচ পড়ে ইশান্তের, করতে হয় অস্ত্রোপচার৷ কিন্তু আশা করা হচ্ছে ৪ অগাস্ট থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে পারবেন তিনি৷ ভারত ইংল্যান্ডর মাটিতে আয়োজকদের বিরুদ্ধে ৫ টি টেস্টের সিরিজ খেলবে৷
আসলে ওয়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2021) নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময় নিজের বলই ঝাঁপিয়ে আটকাতে চেষ্টা করছিলেন তখনই চোট পান৷ বিরাট কোহলির (Virat Kohli)  নেতৃত্বাধীন ভারতীয় দল প্রথমবার আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৮ উইকেটে হেরে যায়৷
ফাইনালের সময় তাঁর প্রচুর রক্তপাত হয়েছিল তাই খুব দ্রুত মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি৷ বিসিসিআইয়ের এক আধিকারিক পিটিআইকে ইশান্তের চোটের বিষয়ে তথ্য দেন৷ তাঁর ডান হাতের মধ্যমা ও অনামিকায় একাধিক সেলাই পড়েছে৷ তবে চোট খুব গুরুতর নয়৷ আগামী ১০ দিনের মধ্যে সেলাই খুলে দেওয়া হবে৷ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের আগে এখনও ৬ সপ্তাহ বাকি রয়েছে৷ আশা করা হচ্ছে এর মধ্যে ইশান্ত শর্মা পুরোপুরি সেরে উঠবেন৷
advertisement
advertisement
ভারতীয় দল সাউদাম্পটন থেকে লন্ডনে যাত্রা করেছেন৷ দীর্ঘ সময় বায়োবাবলে থাকলে মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয় তাই তাঁদের ৩ সপ্তাহের বিরতি দেওয়া হয়েছে৷ ইশান্ত শর্মা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন৷
দ্বিতীয় ইনিংসে তিনি একটিও উইকেট নিতে পারেননি৷  দ্বিতীয় ইনিংসে তিনি ৬.২ ওভার বল করেছিলেন৷ তাতে ৩.৩১ ইকোনমি রেটে ২১ রান দিয়েছিলেন৷ ভারতের পক্ষ থেকে মহম্মদ শামি প্রথম ইনিংসে সবচেয়ে বেশি ৪ উইকেট নেন৷ ভারত প্রথম ইনিংসে ২১৭ রান করেছিল আর নিউজিল্যান্ড তার উত্তরে ২৪৯ রানে অল আউট হয়েছিল৷ আর ভারত দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭০ রানই করতে পেরেছিল৷ নিউজিল্যান্ডের সেটা হাসিল করতে কোনও অসুবিধা হয়নি৷ মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা৷
বাংলা খবর/ খবর/খেলা/
WTC Final 2021: মাঠে চোট পেয়ে বেরোচ্ছিল হু হু করে রক্ত, আঙুলে স্টিচ পড়ল ইশান্তের, দেখুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement