India vs England Pink ball Test: গোলাপি টেস্টে মোতেরায় অনন্য সেঞ্চুরির সামনে ইশান্ত

Last Updated:

৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব একমাত্র ভারতীয় পেসার হিসাবে শততম টেস্ট খেলেছেন৷ কপিলের পর দ্বিতীয় ফাস্টবোলার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেলতে চলেছেন ইশান্ত৷

#আহমেদাবাদ: দু'বছর আগে ভারতের মাটিতে প্রথম দিন-রাতের গোলাপি বলের টেস্ট হয়েছিল ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে৷ বাংলাদেশের বিরুদ্ধে কলকাতায় ২২ রানে ৫ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়ে নেন ইশান্ত শর্মা (Ishant Sharma)। টিম ইন্ডিয়ার সবচেয়ে অভিজ্ঞ পেসার ফের এক রেকর্ডের সামনে৷
২৪ ফেব্রুয়ারি আহমেদাবাদের নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে হবে ভারত-ইংল্যান্ড চলতি চার ম্যাচের টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট (India vs England Pink ball Test)৷ এই নিয়ে দ্বিতীয় বার দেশের মাঠে ডে-নাইট টেস্ট ম্যাচ৷ এবার দিল্লির ল্যাঙ্কি পেসারের সামনে অনন্য এক সেঞ্চুরির হাতছানি৷ যার জন্য ইশান্তকে শুধু ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামলেই হবে৷ এমনকী হাতে বল না নিলও চলবে৷
advertisement
৮৩-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব একমাত্র ভারতীয় পেসার হিসাবে শততম টেস্ট খেলেছেন৷ কপিলের পর দ্বিতীয় ফাস্টবোলার হিসাবে ১০০ নম্বর টেস্ট খেলতে চলেছেন ইশান্ত৷ কিংবদন্তি কপিল ১৩১টি টেস্ট খেলেছেন৷ তাঁকে টপকে যাবেন ইশান্ত৷ তা এখনই বলা যায়৷ এখানেই শেষ নয়, ইশান্ত ভারতের ১১ নম্বর ক্রিকেটার হিসাবে তিন অঙ্কের টেস্ট ম্যাচ খেলতে চলেছেন এবং বিশ্বের দ্বাদশ ফাস্টবোলার হিসাবে এই নজির গড়বেন তিনি৷
advertisement
advertisement
১৪ বছর আগে টেস্ট অভিষেক করা ইশান্ত আজও ভারতীয় দলের এক নম্বর টেস্ট বোলার৷ চোট-আঘাতে বহুবার জর্জরিত হয়েছে তাঁর কেরিয়ার৷ এরপরেও একজন ফাস্টবোলার হিসাবে ইশান্তের ১০০ নম্বর টেস্ট খেলার কৃতিত্বকে কুর্নিশ করছেন সকলে৷ চেন্নাই টেস্টেও ইশান্ত রেকর্ড করেন৷ ৩০০ টেস্ট উইকেটের এলিট ক্লাবে যোগ দেন তিনি৷ ভারতের ৬ নম্বর বোলার ও তৃতীয় পেসার হিসাবে ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে ইশান্তের ৩০০ উইকেট চলে এল৷ তাঁর আগে রয়েছেন অনিল কুম্বলে (Anil Kumble, ৬১৯), কপিল দেব (Kapil Dev, ৪৩৪), হরভজন সিং (Harbhajan Singh, ৪১৭), অশ্বিন (৩৮৬), জাহির খান (Zaheer Khan, ৩১১) ও ইশান্ত (৩০০)
বাংলা খবর/ খবর/খেলা/
India vs England Pink ball Test: গোলাপি টেস্টে মোতেরায় অনন্য সেঞ্চুরির সামনে ইশান্ত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement