'এই' ভারতীয় তারকার অবসরের পালা এবার! বড় নাম, ৩০০ উইকেটের মালিক

Last Updated:

Ishant Sharma- আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ছাড়া এখন আর কোনও উপায় নেই ইশান্ত শর্মার। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার পছন্দ এখন জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশদীপ সিংয়ের মতো ফাস্ট বোলাররা। এর বাইরে চতুর্থ ফাস্ট বোলার হিসেবে শার্দুল ঠাকুরের দাবি জোরালো।

কলকাতা: টিম ইন্ডিয়ার ‘গব্বর’ অর্থাৎ শিখর ধাওয়ান আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। শিখর ধাওয়ানের পর এবার অবসর নিতে পারেন আরেক ভারতীয় ক্রিকেটার।
টিম ইন্ডিয়াতে এই তারকা ক্রিকেটারের ফেরা প্রায় অসম্ভব বলে মনে করা হচ্ছে। শিখর ধাওয়ানের মতো তাঁকেও এবার অবসর ঘোষণা করতে হতে পারে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও খবর আসেনি।
ভারতের কিংবদন্তি ফাস্ট বোলার ইশান্ত শর্মা ৩ বছর ৮ মাস ধরে টিম ইন্ডিয়ার জার্সিতে খেলার সুযোগ পাননি। আশার কথা, ইশান্ত শর্মা এখনও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেননি। বর্তমান পরিস্থিতি দেখে ইশান্ত শর্মার টিম ইন্ডিয়াতে ফেরা সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
advertisement
advertisement
আরও পড়ুন- কেকেআরের বড় চমক! কলকাতার নেতৃত্ব দিতে পারেন ভারতের অধিনায়ক, জোরালো জল্পনা
ইশান্ত শর্মার বয়স এখন ৩৫ বছর। তবে জাতীয় নির্বাচকরাও তাঁকে প্রায় ভুলেই গিয়েছেন। তবে এটা স্বস্তির বিষয়, ইশান্ত শর্মা এখনও আইপিএলে খেলার সুযোগ পান। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন ইশান্ত শর্মা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ছাড়া এখন আর কোনও উপায় নেই ইশান্ত শর্মার। টেস্ট ক্রিকেটে টিম ইন্ডিয়ার পছন্দ এখন জসপ্রিত বুমরাহ, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার এবং আকাশদীপ সিংয়ের মতো ফাস্ট বোলাররা। এর বাইরে চতুর্থ ফাস্ট বোলার হিসেবে শার্দুল ঠাকুরের দাবি জোরালো।
advertisement
এদিকে আবার চোট সারিয়ে টিম ইন্ডিয়াতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মহম্মদ শামি। ইশান্ত শর্মা শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের নভেম্বরে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্টে।
আরও পড়ুন- এমন সব কাণ্ড শুরু করেন হার্দিক! স্ত্রী হিসেবে আর তাঁর সঙ্গে থাকতে পারছিলেন না
ওই ম্যাচে একটি উইকেটও নিতে পারেননি তিনি। ২০২১ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুর টেস্ট খেলার পর ইশান্ত শর্মাকে আর কখনও টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগ দেওয়া হয়নি। উল্লেখ্য, একটা সময় টিম ইন্ডিয়ার হয়ে তিনটি ফরম্যাটেই খেলেছেন ইশান্ত শর্মা।
advertisement
ইশান্ত শর্মা ভারতের হয়ে ১০৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৩১১টি উইকেট রয়েছে তাঁর। ইশান্ত এখনও পর্যন্ত ৮০টি ওডিআই ম্যাচ খেলেছেন। তিনি ১১৫টি উইকেট নিয়েছেন। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তেমন সফল ছিলেন নন ইশান্ত শর্মা। ১৪ টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৮টি উইকেট নিয়েছেন।
ইশান্ত শর্মা ২০০৭ সালে টিম ইন্ডিয়ার হয়ে প্রথম টেস্ট ম্যাচ খেলেছিলেন। সেই বথরই ওয়ানডে ক্রিকেটে অভিষেকের সুযোগ পান ইশান্ত। তিনি ২০১৬ সালের পর টিম ইন্ডিয়ার হয়ে একটিও ওডিআই ম্যাচ খেলেননি।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'এই' ভারতীয় তারকার অবসরের পালা এবার! বড় নাম, ৩০০ উইকেটের মালিক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement