Hardik Pandya and Natasha Stankovic: এমন সব কাণ্ড শুরু করেন হার্দিক! স্ত্রী হিসেবে আর তাঁর সঙ্গে সহজ হয়ে থাকতেই পারছিলেন না নাতাশা, দাম্পত্যের চাঞ্চল্যকর সত্যি সামনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Hardik Pandya Divorce: দাম্পত্যের এ কী সত্যি সামনে এল...
advertisement
advertisement
advertisement
টাইমস নাও-র প্রতিবেদন অনুসারে, নাতাশার ঘনিষ্ঠ সূত্র দাবি করেছে যে হার্দিক নাতাশা স্ট্যানকোভিচের জন্য অনেক কিছু করবেন এরকম দেখাতেন। কিন্তু সেরকম কিছু তিনি করতেন না৷ হার্দিক নিজেকে নিয়েই খুশি থাকতেন। নাতাশা এই পরিস্থিতি সহ্য করতে পারছিলেন না। নাতাশা বুঝতে পারেন যে তাঁরা দু-জনেই একে অপরের থেকে কতটা আলাদা। হার্দিক নাতাশাকে তাঁর মতো বদলে ফেলার চেষ্টা করেছিলেন, যা নাতাশাকে চরম অস্বস্তিতে ফেলছিল৷
advertisement
সূত্রের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে যে এটি একটি অন্তহীন প্রক্রিয়া। তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, নাতাশা হার্দিকের সঙ্গে ভারসাম্য বজায় রাখতে পারছিলেন না। তাই নাতাশা একধাপ পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। নাতাশার প্রতি এই সময়টা খুবই কষ্টদায়ক ছিল৷ এটা নিয়ে তিনি অনেক ভেবেছিলেন কিন্তু যখন দেখেন হার্দিক কিছুতেই বদলাবেন না তখন নাতাশার বিয়ে থেকে বেরিয়ে সিদ্ধান্ত দৃঢ় হয়। নাতাশার জন্য একটি খুব বেদনাদায়ক সিদ্ধান্ত ছিল তবে এটি কোনও একদিন বা এক সপ্তাহের সিদ্ধান্ত নয়। এটি একটি ধীর এবং একমুখী সিদ্ধান্ত।
advertisement
নাতাশা স্ট্যানকোভিচ এবং হার্দিক পান্ডিয়া ২০২০ সালের মে মাসে বিয়ে করেছিলেন এবং ২০২৩ সালের ফেব্রুয়ারিতে হিন্দু ও খ্রিস্টান রীতিনীতি মেনে দুজনে বিয়ে সেরে নেন। চলতি বছরের জুলাইয়ে দুজনেই আলাদা হয়ে যান। দুজনেই ৪ বছর একসঙ্গে বসবাস করেন। তাদের একটি পুত্র অগস্ত্যও রয়েছে। বিচ্ছেদের পরও তারা দুই ছেলেকে একসঙ্গে বড় করার কথা বলেছেন।
advertisement
নাতাশা স্ট্যানকোভিচ তার ছেলেকে নিয়ে সার্বিয়ায় চলে গেছেনহার্দিক পান্ডিয়ার সঙ্গে বিচ্ছেদের পর নাতাশা স্ট্যানকোভিচ সার্বিয়ায় নিজের বাড়িতে ফিরে গেছেন। তিনি তাঁর সঙ্গে নিজেদের পুত্র সন্তান অগ্যস্তকেও নিয়ে গেছেন৷ নিজের ছোট ছেলে সান্নিধ্য উপভোগ করছেন তিনি৷ একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন৷ এদিকে, নাতাশার থেকে বিচ্ছেদ হওয়ার পরেই হার্দিক পান্ডিয়া গায়িকা জেসমিন ওয়ালিয়াকে ডেট করছেন বলে গসিপ ছড়িয়েছে সর্বত্র৷ দু-জনের একসঙ্গে ফটোও এই মুহূর্তে ভাইরাল হচ্ছে।