

১৭ ডিসেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ৷ তার আগেই টিম ইন্ডিয়ার বড় ঝটকা৷ চোট নিয়ে এখনও লড়াই চলছে রোহিত শর্মার৷ একইভাবে চোট সারেনি ইশান্ত শর্মারও৷ ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে ছিটকে গেলেন এই দুই ক্রিকেটার৷ Photo- File


ইএসপিএন ক্রিকইনফোর মতে বিসিসিআই (BCCI)রোহিত শর্মা (Rohit Sharma ) ও ইশান্ত শর্মার (IshantSharma) ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেছে৷ এর আগেই দুই ক্রিকেটার ছিটকে যাওয়ার গুঞ্জন ছিলই৷ কারণ এঁরা দুজনেই এখনও দেশেই আছেন৷ Photo- File


রোহিত শর্মা ও ইশান্ত শর্মা আইপিএলে ১৩ তম মরশুমেও চোট নিয়ে লড়াই করছিলেন৷ এই মুহূর্তে রাহুল দ্রাবিড়ের তত্বাবধানে ন্যাশানাল ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) দুজনেই ফিটনেস নিয়ে কাজ করছেন৷ Photo- File


রবিবার ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) যদি আগামী চার পাঁচদিনের মধ্যে রোহিত ও ইশান্ত অস্ট্রেলিয়ায় না পৌঁছন তাহলে তাদের টেস্ট সিরিজে খেলা অসম্ভব৷ কারণ অস্ট্রেলিয়ায় কোয়ারেন্টাইনের নিয়ম খুবই কড়া৷ সেখানে গেলে দুই ক্রিকেটারকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ Photo- File


১১ ডিসেম্বরের প্র্যাকটিশ ম্যাচে খেলা হত না এই দুই তারকা ও অভিজ্ঞ ক্রিকেটারের৷ কোনও অনুশীলন ম্যাচ না খেলে ক্রিকেটাররা সোজা সিরিজে খেলতে পারেন না এটাই নিয়ম৷ কারণ কোনও জায়গায় গিয়ে সরাসরি টেস্ট ম্যাচ খেলা যায় না৷ Photo- File