ODI World Cup 2023: ঋষভ পন্থের মাঠে ফেরা নিয়ে ঘোর অনিশ্চিয়তা! ইশান্ত শর্মা দিলেন বড় আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ODI World Cup 2023: ঋষভ পন্থকে নিয়ে বড় খবর শোনালেন ভারতীয় তারকা পেসার ও আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলে ঋষভ পন্থের সতীর্থ ইশান্ত শর্মা। তিনি যা বললেন তাতে পন্থের দ্রুত মাঠে ফেরা তো দূরের কথা, কবে ফের ২২ গজে দেখা যানে তারকা উইকেটকিপারকে তা নিয়েই তৈরি হল ধোঁয়াশা।
advertisement
advertisement
advertisement
এক সাক্ষাৎকারে ইশান্ত শর্মা বলেছেন,"আমার মনে হয় না এক দিনের বিশ্বকাপে পন্থ খেলতে পারবে। সামনের বছর পন্থ আইপিএল খেলতে পারবে কি না তা নিয়েও আমার সংশয় আছে। না খেলার সম্ভাবনা বেশি। তাও ভাল যে ওর এক বার অস্ত্রোপচার হয়েছে। দ্বিতীয় বার আর অস্ত্রোপচার করতে হয়নি। নইলে মাঠে ফিরতে পন্থের আরও সময় লাগত। এত বড় চোট থেকে দ্রুত মাঠে ফেরা সহজ নয়।"
advertisement
প্রসঙ্গত, ২০২২ সালের ৩০ ডিসেম্বর দুর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন তিনি। তারপর তাঁর একটি অস্ত্রোপচারও হয়। নিজের পায়ে দঁাড়াতে কয়েক মাস সময় লেগে যায়। তারপর এখন ধীর ধীরে মাঠে ফেরার লড়াই শুরু করেছেন তিনি। প্রিয় তারকার আরও দ্রুত সু্স্থতা কামনা করেছেন ফ্যানেরা। খুব শ্রীঘ্রই ঋষভ পন্থকে ২২ গজে দেখার অপেক্ষায় সতীর্থ থেকে ফ্যানেরা।