Ishant Sharma and Umesh Yadav : কেপটাউন টেস্টে সিরাজের জায়গায় ইশান্তকেই খেলাতে পারে টিম ইন্ডিয়া

Last Updated:

India favours Ishant Sharma ahead of Umesh Yadav in Cape Town. উচ্চতার জন্যই উমেশের থেকে খেলার ব্যাপারে এগিয়ে ইশান্ত

উমেশ নাকি ইশান্ত ? কে খেলবেন কেপটাউনে ?
উমেশ নাকি ইশান্ত ? কে খেলবেন কেপটাউনে ?
#নয়াদিল্লি: দিনের শেষে অভিজ্ঞতার দাম দিতেই হয়। আবার সেই অভিজ্ঞতার পুরস্কার হয়তো পেতে চলেছেন ইশান্ত শর্মা। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য কেপটাউনে সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টে মহম্মদ সিরাজের খেলার সম্ভাবনা কার্যত নেই। এই পরিস্থিতিতে তৃতীয় পেসার হিসেবে ইশান্ত শর্মা ও উমেশ যাদবের মধ্যে কে সুযোগ পাবেন, তা নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেট মহলে।
১১ জানুয়ারি শুরু তৃতীয় টেস্ট। আভাস অনুযায়ী, টিম ম্যানেজমেন্ট ভরসা রাখতে পারে ইশান্তের উপর। একশোরও বেশি টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৩ বছর বয়সি তারকা পেসারটির। সেই অভিজ্ঞতার পাশাপাশি তাঁর শারীরিক উচ্চতাকেও কাজে লাগাতে চাইবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলে ইশান্ত ছাড়া কোনও পেসারের উচ্চতাই ছয় ফুটের বেশি নয়। তিনিই সবচেয়ে লম্বা। ছয় ফুট তিন ইঞ্চি উচ্চতার সুবাদে পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করতে পারবেন তিনি।
advertisement
advertisement
ওয়ান্ডারার্সে ভারতীয় বোলিংয়ে যা দেখা যায়নি। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি জোর দিয়েছিলেন স্যুইংয়ে। কিন্তু, তাতে কাজ হয়নি। শার্দূল ঠাকুর ছাড়া কোনও পেসারকেই খুব একটা বিপজ্জনক মনে হয়নি। অন্যদিকে, প্রোটিয়া পেসাররা কাজে লাগিয়েছেন পিচের অসমান বাউন্সকে। রাবাডা, এনগিডিরা ফায়দা নিয়েছেন উচ্চতার। হারের পর সে কথা স্বীকারও করেছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়।
advertisement
তিনি বলেন, ওদের বোলাররা বেশি বিব্রত করেছে। এর একটা কারণ হতে পারে উচ্চতা। এই ধরনের অসমান বাউন্সের পিচে বাড়তি উচ্চতা থেকে বল ছাড়লে তা সমস্যা তৈরি করে। অনেক সময় এই উচ্চতাই ফারাক গড়ে দেয়। আমাদের বোলাররা হয়তো সেই কারণেই বেশি ঝামেলায় ফেলতে পারেনি ওদের। উমেশের শক্তি হল ঘণ্টায় ১৪০ কিমি গতিতে মারাত্মক আউটস্যুইং।
advertisement
যদিও উমেশের বোলিংয়ে শৃঙ্খলার অভাব রয়েছে। প্রায়শই আলগা বল করে ফেলেন। ফলে বিপক্ষ ইনিংসে লাগাতার চাপ ধরে রাখতে সমস্যা হয়। দক্ষিণ আফ্রিকায় কোনও টেস্টেই বড় রান ওঠেনি। কম রানের ম্যাচে উমেশকে খেলানো কতটা যুক্তিযুক্ত হবে, তা নিয়ে সে জন্যই থাকছে সংশয়। বরং, ইশান্তের মতো রক্ষণাত্মক মানসিকতার বোলার বেশি কার্যকরী হবেন বলে ধারণা ক্রিকেট মহলের।
advertisement
অতীতে বিদেশের মাটিতে ইশান্ত অনেক মনে রাখার মত স্পেল করেছেন। বিশেষ করে বাঁহাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে তাঁকে সামলানো সহজ নয়। শামির মত সুইং না থাকলেও উচ্চতা কাজে লাগিয়ে বল মুভ করাতে পারেন। কাটার ব্যবহার করতে পারেন বুদ্ধি করে। দক্ষিণ আফ্রিকার দুজন ব্যাটসম্যান এলগার এবং বাভুমাকে আউট করার ক্ষেত্রে ইশান্ত বড় ভূমিকা পালন করতে পারেন।
বাংলা খবর/ খবর/খেলা/
Ishant Sharma and Umesh Yadav : কেপটাউন টেস্টে সিরাজের জায়গায় ইশান্তকেই খেলাতে পারে টিম ইন্ডিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement