Virat Kohli's Earning: মাকে ভালোবাসা থেকে বউকে চুমু, প্রতিটা ইনস্টাগ্রাম থেকে বিরাটের রোজগার ‘এত’ কোটি
- Published by:Debalina Datta
Last Updated:
ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) টেস্ট অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) ইনস্টাগ্রামের একটি পোস্ট থেকে সবচেয়ে বেশি রোজগার (Virat Kohli's Earning) করা ভারতীয়৷ আর প্রতি ইনস্টগ্রাম পোস্ট থেকে রোজগারে (Virat Kohli's Earning) বিভিন্ন তারকারা যা চার্জ করেন সেই তালিকায় বিশ্বের ১৯ নম্বরে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ৷