Ashes Series: Aus vs Eng: কোনওক্রমে হার বাঁচিয়ে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র ইংল্যান্ডের

Last Updated:

সিডনি টেস্টের (Sydney Test) দুটি ইনিংসেই শতরানকারী উসমান খোওয়াজা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷

 australia vs england 4th test match- AFP
australia vs england 4th test match- AFP
#সিডনি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের  (Australia vs England) মধ্যে সিডনিতে চলছিল অ্যাশেজ সিরিজের (Ashes Series)  চতুর্থ টেস্ট ম্যাচ৷ বেন স্টোকস  (Ben Stokes) এবং জনি বেয়রস্তোর (Jonny Bairstow) দৌলতে কোনওক্রমে এই ম্যাচ ড্র করল ইংল্যান্ড৷ এই দুই ইংলিশ ক্রিকেটারের চওড়া ব্যাটে কোনওক্রমে হার এড়িয়ে নিজেদের মুখ রক্ষা করল ইংল্যান্ড৷ এর আগেই ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া   (Australia vs England) অ্যাশেজ সিরিজে (Ashes Series)   ৩-০ হেরে সিরিজ হেরে গিয়েছিল ইংল্যান্ড৷ শেষ দুটি টেস্ট ছিল জো রুটদের সম্মানের লড়াই, তাতেও চতুর্থ টেস্টেও কার্যত হার বাঁচাতে সক্ষম হল তারা৷ বেন স্টোকস দ্বিতীয় ইনিংসে ৬০ ও বেয়রেস্তো ৪১ রান করেছিলেন৷ ইংল্যান্ডকে সিডনিতে চতুর্থ টেস্টের শেষ দিনে জয়ের জন্য নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রান করতে হত৷ কিন্তু তারা ৯ উইকেট হারিয়ে ২৭০ রানই করতে পেরেছিল৷ ইংল্যান্ডের পক্ষ থেকে ওপেনার জ্যাক ক্রাউল সবচেয়ে বেশি ৭৭ রানই করেছিলেন৷ সিডনি  টেস্টের (Sydney Test) দুটি ইনিংসেই শতরানকারী উসমান খোওয়াজা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷
বেন স্টোকস চোট সত্ত্বেও খেলেন
advertisement
বামদিকে চোট থাকা সত্ত্বেও বেন স্টোকস দারুণ ইনিংস খেলেন৷ তাঁর ইনিংসে ১০ টি চার এবং ১ টি ছক্কা রয়েছে৷ প্রথম ইনিংসে  তিনি ৬৬ রান করেছিলেন৷ কিন্তু ইংল্যান্ডের ভাগ্য সহায়ক ছিল না৷ বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা আটকায়৷ এদিন ইংল্যান্ড কোনও উইকেট না খুইয়ে ৩০ রান এই অবস্থায় খেলতে নেমেছিল৷ কিন্তু সকালের ভাগেই ওপেনার হসিব হামিদ এবং ডেভিড মালানের উইকেট হারায়৷
advertisement
প্যাট কামিন্সের বে হামিদকে ক্যারি জীবনদান করেন কিন্তু এরপরেও লাভ ওঠাতে পারেননি তিনি৷ এরপর তিনি আর এক রান করে বোল্যান্ডের বলে ক্যারিকেই ক্যাচ দেন৷ অফ স্পিনার ন্যাথান লিঁও নিজের তৃতীয় ওভারে মালানকে আউট করে দেন৷ ইংল্যান্ডের স্কোর ২  উইকেটে ৭৪ হয়৷ ওপেনার জ্যাক ক্রাউলি আক্রমণাত্মক পদ্ধতি নেন৷ তিনি ৮ টি চারের সাহায্যে ৬৯ বলে অর্ধ শতরান পূরণ করেন৷ ক্রাউলে ১০০ বলে ১৩ টি চারের সাহায্যে ৭৭ রান করার পর ক্যামেরন গ্রিনের বলে আউট হন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ashes Series: Aus vs Eng: কোনওক্রমে হার বাঁচিয়ে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র ইংল্যান্ডের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement