Ashes Series: Aus vs Eng: কোনওক্রমে হার বাঁচিয়ে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র ইংল্যান্ডের

Last Updated:

সিডনি টেস্টের (Sydney Test) দুটি ইনিংসেই শতরানকারী উসমান খোওয়াজা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷

 australia vs england 4th test match- AFP
australia vs england 4th test match- AFP
#সিডনি: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের  (Australia vs England) মধ্যে সিডনিতে চলছিল অ্যাশেজ সিরিজের (Ashes Series)  চতুর্থ টেস্ট ম্যাচ৷ বেন স্টোকস  (Ben Stokes) এবং জনি বেয়রস্তোর (Jonny Bairstow) দৌলতে কোনওক্রমে এই ম্যাচ ড্র করল ইংল্যান্ড৷ এই দুই ইংলিশ ক্রিকেটারের চওড়া ব্যাটে কোনওক্রমে হার এড়িয়ে নিজেদের মুখ রক্ষা করল ইংল্যান্ড৷ এর আগেই ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া   (Australia vs England) অ্যাশেজ সিরিজে (Ashes Series)   ৩-০ হেরে সিরিজ হেরে গিয়েছিল ইংল্যান্ড৷ শেষ দুটি টেস্ট ছিল জো রুটদের সম্মানের লড়াই, তাতেও চতুর্থ টেস্টেও কার্যত হার বাঁচাতে সক্ষম হল তারা৷ বেন স্টোকস দ্বিতীয় ইনিংসে ৬০ ও বেয়রেস্তো ৪১ রান করেছিলেন৷ ইংল্যান্ডকে সিডনিতে চতুর্থ টেস্টের শেষ দিনে জয়ের জন্য নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রান করতে হত৷ কিন্তু তারা ৯ উইকেট হারিয়ে ২৭০ রানই করতে পেরেছিল৷ ইংল্যান্ডের পক্ষ থেকে ওপেনার জ্যাক ক্রাউল সবচেয়ে বেশি ৭৭ রানই করেছিলেন৷ সিডনি  টেস্টের (Sydney Test) দুটি ইনিংসেই শতরানকারী উসমান খোওয়াজা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন৷
বেন স্টোকস চোট সত্ত্বেও খেলেন
advertisement
বামদিকে চোট থাকা সত্ত্বেও বেন স্টোকস দারুণ ইনিংস খেলেন৷ তাঁর ইনিংসে ১০ টি চার এবং ১ টি ছক্কা রয়েছে৷ প্রথম ইনিংসে  তিনি ৬৬ রান করেছিলেন৷ কিন্তু ইংল্যান্ডের ভাগ্য সহায়ক ছিল না৷ বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা আটকায়৷ এদিন ইংল্যান্ড কোনও উইকেট না খুইয়ে ৩০ রান এই অবস্থায় খেলতে নেমেছিল৷ কিন্তু সকালের ভাগেই ওপেনার হসিব হামিদ এবং ডেভিড মালানের উইকেট হারায়৷
advertisement
প্যাট কামিন্সের বে হামিদকে ক্যারি জীবনদান করেন কিন্তু এরপরেও লাভ ওঠাতে পারেননি তিনি৷ এরপর তিনি আর এক রান করে বোল্যান্ডের বলে ক্যারিকেই ক্যাচ দেন৷ অফ স্পিনার ন্যাথান লিঁও নিজের তৃতীয় ওভারে মালানকে আউট করে দেন৷ ইংল্যান্ডের স্কোর ২  উইকেটে ৭৪ হয়৷ ওপেনার জ্যাক ক্রাউলি আক্রমণাত্মক পদ্ধতি নেন৷ তিনি ৮ টি চারের সাহায্যে ৬৯ বলে অর্ধ শতরান পূরণ করেন৷ ক্রাউলে ১০০ বলে ১৩ টি চারের সাহায্যে ৭৭ রান করার পর ক্যামেরন গ্রিনের বলে আউট হন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ashes Series: Aus vs Eng: কোনওক্রমে হার বাঁচিয়ে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ড্র ইংল্যান্ডের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement