Viral Video: উর্ধ্বাঙ্গ ঢাকা নামামাত্র বক্ষাবরণীতে, পানের দোকানের সামনে নিয়া শর্মার Bold ভিডিও

Last Updated:

ফের একবার বোল্ড (Bold) অবতারে ভিডিওর প্রমোশনে ব্যস্ত নিয়া শর্মা৷ সেই প্রমোশান ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

Watch Viral Video of Nia Sharma  promoting her new song- Photo- Instagram/ Video Grab
Watch Viral Video of Nia Sharma promoting her new song- Photo- Instagram/ Video Grab
#মুম্বই: নিয়া শর্মা (Nia Sharma) টিভি অভিনেত্রী, বলিউডের (Bollywood) এই অভিনেত্রী নিজের হটনেস কোশেন্টের জন্য সকলের কাছে খুব প্রিয়৷ তাঁর এই সাহসী উপস্থিতির জন্য তাঁকে নিয়ে সোশ্যাল মিডয়ায় প্রচুর আলোচনা হয়৷ তিনি ‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ (Ek Hazaron Main Meri Behna Hai), নাগিন (Naagin), জামাই রাজা (Jamai Raja) বিভিন্ন শো -তে নিজের জ্বলওয়া দেখিয়েছেন৷ এছাড়াও তাঁর বিভিন্ন মিউজিক ভিডিও এবং ডান্সিং ভিডিওতে কাজ করেন৷ সামনেই আসতে চলেছে নিয়ার গান ‘ফুঁক লে (Phoonk Le)’৷ তাতে ফের একবার বোল্ড (Bold) অবতারে ভিডিওর প্রমোশনে ব্যস্ত  নিয়া শর্মা৷ সেই প্রমোশান ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
সোশ্যাল মিডিয়ায় এখন নিয়া শর্মা  (Nia Sharma) একটি নতুন বোল্ড ভিডিও (Bold Video), দ্রুত ভাইরাল হচ্ছে৷ ়যেখানে তিনি একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন৷ উর্ধ্বাঙ্গ ঢাকা নামমাত্র কাপড়ে, আর নিচে রয়েছে দুধ সাদা লেহেঙ্গা৷ পানের দোকানের সামনে ‘ফুঁক লে’ (Phoonk Le) -তে নাচছেন তিনি৷
advertisement
advertisement
ভিডিওতে বোল্ড নিয়া শর্মা (Nia Sharma) ফের একবার বোল্ড (Bold) আন্দাজেই আছেন৷ কিন্তু তাঁর কিছু ফ্যানের তাঁর এই গান প্রমোশনের পদ্ধতি মোটেই ভালো লাগেনি৷ কেউ তাঁর নামমাত্র বুকের কাপড় নিয়ে, কেউ আবার পানের দোকানের সামনে প্রমোশন নিয়ে তাঁকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন৷ অভিনেত্রী নিয়া শর্মার এই ভাইরাল ভিডিওতে (Viral Video) বিভিন্ন রকমের কটূ মন্তব্য করছেন ফ্যানরা৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
advertisement
advertisement
নিয়া শর্মার (Nia Sharma) এই ফুঁক  লে গানটি ১০ জানুয়ারি রিলিজ হবে৷ কিছুদিন আগেই নিয়া নিজের সামনেই মুক্তি পাওয়া এই ভিডিও-র প্রথম লুক নিয়া নিজেই নিজের প্রোফাইলে শেয়ার করেছেন৷
View this post on Instagram

A post shared by PHOONK (@niasharma90)

advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দারুণ অ্যাকটিভ বলিউডের (Bollywood) টেলিভিশন দুনিয়ার হট অভিনেত্রী নিয়া শর্মা৷ নিয়মিতিই তিনি তাঁর প্রোফাইল থেকে নিজের নানারকম ছবি, ভিডিও শেয়ার করে থাকেন৷ তাঁর প্রোফাইল থেকে ফুঁক লে-র প্রমোশনের পর তাঁর ফ্যানরা সেই ভিডিও -র (Viral Video) জন্য উন্মুখ আগ্রহে অপেক্ষা করছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Video: উর্ধ্বাঙ্গ ঢাকা নামামাত্র বক্ষাবরণীতে, পানের দোকানের সামনে নিয়া শর্মার Bold ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement