#মুম্বই: নিয়া শর্মা (Nia Sharma) টিভি অভিনেত্রী, বলিউডের (Bollywood) এই অভিনেত্রী নিজের হটনেস কোশেন্টের জন্য সকলের কাছে খুব প্রিয়৷ তাঁর এই সাহসী উপস্থিতির জন্য তাঁকে নিয়ে সোশ্যাল মিডয়ায় প্রচুর আলোচনা হয়৷ তিনি ‘এক হাজারো মে মেরি বহনা হ্যায়’ (Ek Hazaron Main Meri Behna Hai), নাগিন (Naagin), জামাই রাজা (Jamai Raja) বিভিন্ন শো -তে নিজের জ্বলওয়া দেখিয়েছেন৷ এছাড়াও তাঁর বিভিন্ন মিউজিক ভিডিও এবং ডান্সিং ভিডিওতে কাজ করেন৷ সামনেই আসতে চলেছে নিয়ার গান ‘ফুঁক লে (Phoonk Le)’৷ তাতে ফের একবার বোল্ড (Bold) অবতারে ভিডিওর প্রমোশনে ব্যস্ত নিয়া শর্মা৷ সেই প্রমোশান ভিডিও এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷
সোশ্যাল মিডিয়ায় এখন নিয়া শর্মা (Nia Sharma) একটি নতুন বোল্ড ভিডিও (Bold Video), দ্রুত ভাইরাল হচ্ছে৷ ়যেখানে তিনি একটি পানের দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছেন৷ উর্ধ্বাঙ্গ ঢাকা নামমাত্র কাপড়ে, আর নিচে রয়েছে দুধ সাদা লেহেঙ্গা৷ পানের দোকানের সামনে ‘ফুঁক লে’ (Phoonk Le) -তে নাচছেন তিনি৷
আরও পড়ুন - Job Vacancy: দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের অধীনে ভ্যাকেন্সি, আবেদনের শেষ দিন কবে
আরও পড়ুন - Virat Kohli's Earning: মাকে ভালোবাসা থেকে বউকে চুমু, প্রতিটা ইনস্টাগ্রাম থেকে বিরাটের রোজগার ‘এত’ কোটি
ভিডিওতে বোল্ড নিয়া শর্মা (Nia Sharma) ফের একবার বোল্ড (Bold) আন্দাজেই আছেন৷ কিন্তু তাঁর কিছু ফ্যানের তাঁর এই গান প্রমোশনের পদ্ধতি মোটেই ভালো লাগেনি৷ কেউ তাঁর নামমাত্র বুকের কাপড় নিয়ে, কেউ আবার পানের দোকানের সামনে প্রমোশন নিয়ে তাঁকে প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন৷ অভিনেত্রী নিয়া শর্মার এই ভাইরাল ভিডিওতে (Viral Video) বিভিন্ন রকমের কটূ মন্তব্য করছেন ফ্যানরা৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
View this post on Instagram
নিয়া শর্মার (Nia Sharma) এই ফুঁক লে গানটি ১০ জানুয়ারি রিলিজ হবে৷ কিছুদিন আগেই নিয়া নিজের সামনেই মুক্তি পাওয়া এই ভিডিও-র প্রথম লুক নিয়া নিজেই নিজের প্রোফাইলে শেয়ার করেছেন৷
View this post on Instagram
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দারুণ অ্যাকটিভ বলিউডের (Bollywood) টেলিভিশন দুনিয়ার হট অভিনেত্রী নিয়া শর্মা৷ নিয়মিতিই তিনি তাঁর প্রোফাইল থেকে নিজের নানারকম ছবি, ভিডিও শেয়ার করে থাকেন৷ তাঁর প্রোফাইল থেকে ফুঁক লে-র প্রমোশনের পর তাঁর ফ্যানরা সেই ভিডিও -র (Viral Video) জন্য উন্মুখ আগ্রহে অপেক্ষা করছেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Nia Sharma, Viral Video