TRENDING:
advertisement
বাংলা খবর » Tag » Shubman Gill

শুভমান গিলের খবর

<p><strong>শুভমান গিলের জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে</strong></p> <p><span style="font-weight: 400;"><strong>পুরো নাম:</strong> শুভমান গিল</span></p> <p><span style="font-weight: 400;"><strong>জন্ম:</strong> ৮ সেপ্টেম্বর ১৯৯৯</span></p> <p><span style="font-weight: 400;"><strong>উচ্চতা:</strong> ৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)</span></p> <p><span style="font-weight: 400;"><strong>জাতীয়তা:</strong> ভারতীয়</span></p> <p><span style="font-weight: 400;"><strong>ক্রীড়াবিদ:</strong> ডানহাতি ব্যাটার, ডানহাতি অফ ব্রেকিং বোলার</span></p> <p><strong>পরিবার</strong></p> <p><span style="font-weight: 400;"><strong>পিতা:</strong> লখবিন্দর সিং গিল</span></p> <p><span style="font-weight: 400;"><strong>মাতা</strong>: কার্ট গিল</span></p> <p><span style="font-weight: 400;">শুভমান গিলের জন্ম পঞ্জাবের ফজিলকা জেলার জালালাবাদের কাছে চক খেরেওয়ালা নামের একটি গ্রামে। তরুণ এই ক্রিকেটারের পরিবারের পৈতৃক কৃষিজমি রয়েছে পঞ্জাবে। ছোটবেলা থেকেই ক্রিকেটে আগ্রহী ছিলেন তিনি। শুভমানের এমন আগ্রহ দেখে তাঁর বাবা নিজেদের খামারেই একটি ক্রিকেটের ময়দান এবং তাতে টার্ফ পিচ তৈরি করান। সেখানেই ব্যাটিং অনুশীলন নিতেন শুভমান। এর পর শুভমানের পরিবার চলে যায় মোহালিতে, যাতে তিনি ভালো জায়গা থেকে ক্রিকেট প্রশিক্ষণ পেতে পারেন।</span></p> <p><strong>কেরিয়ারের সূচনা:</strong></p> <p><span style="font-weight: 400;">২০১৭ সালে বিদর্ভের বিরুদ্ধে  এ-লিস্টে অভিষেক হয় শুভমান গিলের। পঞ্জাব রঞ্জি দলের সদস্য হিসেবেই অভিষেক হয়েছিল তাঁর। বাংলার বিপক্ষে খেলে প্রথম ম্যাচে অর্ধ-শতরান এবং দ্বিতীয় ম্যাচে ১২৯ রান করেন তিনি। ২০১৮-১৯ দেওধর ট্রফির ভারত সি-এর স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল তাঁর। রবিন ম্যাচের ফাইনাল রাউন্ডে ভারত-এ দলের বিরুদ্ধে একটি অপরাজিত সেঞ্চুরি করে ভারত সি দলকে ফাইনালে পাঠাতে সাহায্য করেছিলেন তিনি। ২০১৮ সালের রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর বিরুদ্ধে পঞ্জাবের হয়ে খেলে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ২৬৮ রান করে প্রথম ডাবল সেঞ্চুরি করেন শুভমান গিল।</span></p> <p><strong>আন্তর্জাতিক মঞ্চে উত্থান:</strong></p> <p><span style="font-weight: 400;">১৭ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে অনূর্ধ্ব-১৯ ভারতীয় ক্রিকেট দলে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তাঁর। এই ম্যাচে ব্যাক-টু-ব্যাক দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি।  ঘরোয়া এবং আন্তর্জাতিক ভাবে অসাধারণ পারফরমেন্সের পর ২০১৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ২০১৭ ভারত অনুর্ধ্ব-১৯ দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয় তাঁকে। বিশ্বকাপ এবং ঘরোয়া টুর্নামেন্টে  শুভমানের চিত্তাকর্ষক পারফরমেন্স নজর কেড়েছিল ক্রিকেট সম্প্রদায়ের।</span></p> <p><span style="font-weight: 400;">২০১৯ সালের নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্কোয়াডে যোগ করা হয়েছিল তাঁকে। হ্যামিল্টনের সেডন পার্কে হওয়া সিরিজের চতুর্থ ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান-ডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তাঁর। ক্যারিবিয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল শুভমান গিলের। ২০২০ সালে নিউজিল্যান্ড ক্রিকেটের বিরুদ্ধে আবার ভারতের টেস্ট স্কোয়াডে রাখা হয় তাঁকে।</span></p> <p><strong>ক্লাব ক্রিকেট:</strong></p> <p><span style="font-weight: 400;">২০১৮ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেন তিনি। প্রথম দিকে তাকে ৬ অথবা ৭ নম্বরে নামানো হত। সেই পজিশনে গিল ভালোই খেলেন তিনি। কিন্তু তাঁর সেরাটা প্রকাশ্য তখনই আসে, যখন কেকেআর তাঁকে ওপেন করতে পাঠায়। ওপেনার হিসেবে কলকাতার জন্য ভালো পারফর্ম করেন গিল। ২০২২ সালে মেগা নিলামে গুজরাত টাইটান্স গিলকে ওপেনার হিসেবে দলে নেয়। </span></p> <p><strong>রেকর্ড:</strong></p> <p><span style="font-weight: 400;">দেওধর ট্রফিতে দলের অধিনায়ক হিসেবে সর্বকনিষ্ঠ ক্রিকেটার।</span></p> <p><span style="font-weight: 400;">২০১৮-১৯ রঞ্জি ট্রফিতে পঞ্জাবের হয়ে সর্বোচ্চ স্কোরার।</span></p> <p><span style="font-weight: 400;">২০১৮ অনূর্ধ্ব-১৯-এ শীর্ষস্থানীয় রান-স্কোরার।</span></p> <p><span style="font-weight: 400;">ওয়েস্ট ইন্ডিজ এ বনাম ফার্স্ট-ক্লাস ম্যাচে ভারতীয় দলের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন এমন সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান।</span></p> <p><strong>পুরস্কার:</strong></p> <p><span style="font-weight: 400;">২০১৯ আইপিএল টুর্নামেন্টের এমারজিং প্লেয়ার।</span></p> <p><span style="font-weight: 400;">২০১৮ অনূর্ধ্ব-১৯ ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।</span></p>
আরো দেখুন …

সব খবর

Open in App
হোম
খবর
ফটো
লোকাল