এই ইনিংসটি স্যামসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আসন্ন এশিয়া কাপ ২০২৫-এ ভারতীয় দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও তিনি ভারতের হয়ে সাম্প্রতিক তিনটি টি-টোয়েন্টি সিরিজে ওপেন করেছেন, তবে স্কোয়াডে শুভমান গিলকে সহ-অধিনায়ক করায় ধারণা করা হচ্ছে, গিল ও অভিষেক শর্মা ওপেন করবেন। এতে স্যামসনের সুযোগ অনিশ্চিত হয়ে পড়েছে।
এর আগের ম্যাচে স্যামসন ৬ নম্বরে নেমে ২২ বলে মাত্র ১৩ রান করেছিলেন। কিন্তু এদিন তিনি প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিলেন। মাত্র ১৬ বলেই অর্ধশতান পূর্ণ করেন এবং এরপর ধ্বংসাত্মক ব্যাটিংয়ে বোলারদের ওপর চড়াও হন ও সেঞ্চুরি করেন। এই ইনিংসের মাধ্যমে তিনি প্রমাণ করে দেন কতটা ফর্মে রয়েছেন।
advertisement
ভারতের হয়ে ওপেনার হিসেবে টি-টোয়েন্টিতে স্যামসন ১৭ ম্যাচে ৫২২ রান করেছেন, যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি। ২০২৪ সালে তিনি ইতিহাস গড়েন, বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে এক ক্যালেন্ডার বছরে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেন।
আরও পড়ুনঃ একে একে ১৮ জন তারকা ক্রিকেটারের অবসর! মন ভেঙেছে ক্রিকেট ফ্যানেদের, তালিকায় কারা?
বিশেষজ্ঞদের মতে, স্যামসনের এই ইনিংস নির্বাচকদের ওপর চাপ সৃষ্টি করবে। ফর্মে থাকা এই ব্যাটারকে এশিয়া কাপে উপেক্ষা করা কঠিন হবে। ওপেনার হিসেবে তার অভিজ্ঞতা, স্ট্রাইক রেট এবং সাম্প্রতিক পারফরম্যান্স ভারতীয় দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।