অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দু’দিন আগে এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে। এক বছর পর শুভমান গিল এই দলে ফিরেছেন। গিল কেবল ফিরেই আসেননি, তাকে দলের সহ-অধিনায়কও করা হয়েছে। যেখানে আগে এই দায়িত্ব অক্ষর প্যাটেল পালন করছিলেন। অক্ষর থাকাকালীন গিলকে সহ-অধিনায়ক করার অনেক অর্থ বের করা হচ্ছে। এর মধ্যে একটি হল বোর্ড তিন ফর্ম্যাটের অধিনায়কত্ব গিলের হাতে তুলে দিতে চায়।
advertisement
এদিকে, ‘দৈনিক জাগরণ’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে শ্রেয়স আইয়ারকে নিয়ে বিসিসিআইয়ের বড় পরিকল্পনা রয়েছে। আইয়ারকে ওয়ানডেতে রোহিত শর্মার অধিনায়কত্বের উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে। এর জন্য বোর্ডর অন্দরে আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর। ভারতীয় দলের ব্যস্ত সময়সূচীর কারণে, বিসিসিআই কোনও একজন খেলোয়াড়ের উপর দলের অধিনায়কত্বের দায়িত্ব চাপাতে প্রস্তুত নয়।
শুভমান গিল বর্তমানে টেস্ট দলের অধিনায়ক। ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের জন্য তিনি সূর্যকুমারের উত্তরসূরি হওয়ার দৌড়েও রয়েছেন। ভারতীয় দল ধারাবাহিকভাবে ক্রিকেট খেলে। বোর্ডের ধারণা হল কাজের চাপ সামলানোর জন্য দুজন ভিন্ন অধিনায়ক রাখা। এর অর্থ হল গিল তিন ফর্ম্যাটেরই অধিনায়ক হতে পারবেন না। তবে, এখানে একটি সমস্যা রয়েছে যা রোহিত শর্মা সম্পর্কিত।
মনে করা হচ্ছে, অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের ওয়ানডে অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার। তবে, এটি নির্ভর করছে রোহিত শর্মার ভবিষ্যতের উপর। প্রতিবেদন অনুসারে, এশিয়া কাপের পর রোহিতকে তার ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এর পরেই কেবল অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে ভারতীয ক্রিকেট বোর্ড।