গিলের অন্তর্ভুক্তির ফলে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ারের মত তারকারা। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মনিন্দর সিং। তাঁর মতে, জয়সওয়াল যে কোনও ফর্ম্যাটে খেলার মতো প্রস্তুত এবং তাকে সব সময় দলের অংশ করা উচিত। অন্যদিকে, আইয়ারকে বারবার উপেক্ষা নিয়ে তিনি বিস্মিত। একজন ইতিবাচক ও পরিণত ব্যাটসম্যান হিসেবে তার দলে থাকা উচিত বলে মনে করেন মনিন্দর।
advertisement
আইয়ার ২০২৩ সালের ডিসেম্বরে শেষ টি২০ ম্যাচ খেলেছেন, তবে আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ফর্মে ছিলেন। পাঞ্জাব কিংসের হয়ে ১৭টি ম্যাচে ৬০৪ রান করে তিনি নির্বাচকদের নজর কাড়লেও তাকে দলে রাখা হয়নি। এই সিদ্ধান্তে অনেকেই প্রশ্ন তুলেছেন নির্বাচকদের যুক্তি নিয়ে। শ্রেয়সের হয়ে ব্যাট ধরলেন মনন্দির সিংও।
আরও পড়ুনঃ ম্যাচের আগেই ভারত অধিনায়ককে কটাক্ষ পাক তারকার! আরও বাড়ল ভারত-পাক ম্যাচের উত্তাপ
এশিয়া কাপ ২০২৫ ঘিরে এই বিতর্ক এবং ভবিষ্যতের অধিনায়ক হিসেবে গিলকে তুলে ধরার প্রক্রিয়া ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব সংক্রান্ত চর্চাকে আরও বাড়িয়ে তুলেছে। নির্বাচকদের সিদ্ধান্ত নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনই তরুণ ক্রিকেটারদের ভবিষ্যত নিয়েও তৈরি হচ্ছে জল্পনা।