TRENDING:

'আমরা ঘুড়ে দাঁড়াবো', পঞ্জাবের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি নিয়ে আবেগঘন বার্তা গিলের

Last Updated:

Punjab Flood Situation: পঞ্জাবে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২.৬৫ লক্ষ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। প্রতিক্রিয়া জানালেন শুভমান গিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পঞ্জাবে টানা ভারী বর্ষণের ফলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে এবং প্রায় ২.৬৫ লক্ষ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। রাজ্যের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গিয়েছে, বহু গ্রাম জলের নিচে তলিয়ে গেছে এবং চাষের জমিতে ব্যাপক ক্ষতি হয়েছে। আগস্ট মাসেই রাজ্যে ২৫৩.৭ মিমি বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের তুলনায় ৭৪ শতাংশ বেশি এবং গত ২৫ বছরে সর্বোচ্চ।
News18
News18
advertisement

এই দুর্যোগে পঞ্জাবের ২৩টি জেলার মধ্যে ১২টি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। এর মধ্যে গুরদাসপুর, পাঠানকোট, ফাজিলকা, হোশিয়ারপুর এবং অমৃতসর অন্যতম। সরকারি বুলেটিন অনুযায়ী, সর্বাধিক মৃত্যু হয়েছে পাঠানকোটে (৬ জন)। এছাড়া অমৃতসর, হোশিয়ারপুর, লুধিয়ানা সহ কয়েকটি জেলা থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। ১৫,৬৮৮ জন মানুষকে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এই দুর্যোগে সমবেদনা জানিয়ে ক্রিকেটার শুবমান গিল এক্স-এ লিখেছেন, “বন্যায় আমার পঞ্জাবের বিধ্বস্ত অবস্থা দেখে আমার মন ভেঙে গিয়েছে। পঞ্জাব সর্বদা যেকোনো প্রতিকূলতার চেয়ে শক্তিশালী থাকবে, এবং আমরা এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াব। আমার প্রার্থনা সকল ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে রয়েছে। আমার জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।”

advertisement

advertisement

আরও পড়ুনঃ Mitchell Starc Announces Retirement: এবার ‘বিদায়’ জানালেন মিচেল স্টার্ক! অবসর ক্রিকেটের সবথেকে জনপ্রিয় ফর্ম্যাট থেকে

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে ফোনে কথা বলে রাজ্যকে সকল ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। পঞ্জাব সরকার ৩ সেপ্টেম্বর পর্যন্ত সব কলেজ, বিশ্ববিদ্যালয় এবং পলিটেকনিক ইনস্টিটিউট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। মুখ্যমন্ত্রী হোশিয়ারপুরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে জানান, এটি সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা এবং সরকার জনগণের পাশে আছে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
'আমরা ঘুড়ে দাঁড়াবো', পঞ্জাবের ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি নিয়ে আবেগঘন বার্তা গিলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল