TRENDING:

কে থাকল আর কে পড়ল বাদ? এশিয়া কাপে ভারতীয় দলে কোপে একাধিক মহাতারকা! একজনের হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি!

Last Updated:
India's Likely Squad For Asia Cup 2025: আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এই মহাদেশীয় টুর্নামেন্ট। আইপিএল ২০২৫-এর পর থেকে বিশ্রামে থাকা অনেক টি-টোয়েন্টি তারকাকে আবার দেখা যেতে পারে এই আসরে।
advertisement
1/9
কে থাকল আর কে পড়ল বাদ?এশিয়া কাপে কোপে একাধিক মহাতারকা!একজনের হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি!
প্রায় ছয় সপ্তাহের টানা টেস্ট ক্রিকেট শেষে এক মাসের বিশ্রামে টিম ইন্ডিয়া। এরপরই দল মনোযোগ দেবে সাদা বলের ক্রিকেটে, সামনে এশিয়া কাপ ২০২৫। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এই মহাদেশীয় টুর্নামেন্ট। আইপিএল ২০২৫-এর পর থেকে বিশ্রামে থাকা অনেক টি-টোয়েন্টি তারকাকে আবার দেখা যেতে পারে এই আসরে।
advertisement
2/9
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত সর্বশেষ টি২০ সিরিজ খেলেছে ইংল্যান্ডের বিপক্ষে, যেখানে তারা ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে। সেই স্কোয়াডের অনেকেই এশিয়া কাপে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। ওপেনিংয়ে অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের জুটি বেশ স্থিতিশীল, তিন নম্বরে থাকবেন অধিনায়ক সূর্যকুমার। মিডল অর্ডারে তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল দলের ভারসাম্য রক্ষা করবেন।
advertisement
3/9
স্পিন বান্ধব কন্ডিশনের কথা মাথায় রেখে কুলদীপ যাদবকে ফেরানো হতে পারে দলে। ইংল্যান্ড সফরে তিনি খেলেননি, তবে সংযুক্ত আরব আমিরশাহিতে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে। বরুণ চক্রবর্তী ও অর্শদীপ সিং থাকবেন বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র। সেই সঙ্গে হর্ষিত রানা, যিনি আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স দিয়েছেন, তিনিও স্কোয়াডে জায়গা পেতে পারেন।
advertisement
4/9
একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে। ইংল্যান্ড সফরের শুরুটা দুর্বল হলেও শেষদিকে দুর্দান্ত কামব্যাক করেন তিনি। এছাড়া আইপিএল ২০২৫-এ ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জিতেছেন। তার এই ফর্ম নির্বাচকদের দৃষ্টি এড়াবে না বলেই ধারণা।
advertisement
5/9
অন্যদিকে, অভিজ্ঞ পেসার মহম্মদ শামির ফর্ম ও ফিটনেস নিয়ে রয়েছে প্রশ্ন। টেস্ট দল থেকে বাদ পড়ার পর তিনি টি২০ সিরিজে ফিরলেও আইপিএলে ছিলেন বেশ ব্যর্থ। ৯ ম্যাচে মাত্র ৬ উইকেট ও ১১.২৩ ইকোনমি তাঁকে এশিয়া কাপের স্কোয়াড থেকে ছিটকে দিতে পারে।
advertisement
6/9
শুভমান গিল ও মহম্মদ সিরাজকে এই টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হতে পারে, কারণ এশিয়া কাপের পরপরই রয়েছে ওয়েস্ট ইন্ডিজ বিরুদ্ধে টেস্ট সিরিজ। আর বুমরাহকে নিয়ে অনিশ্চয়তা থেকে যাচ্ছে। হাঁটুর চোট নিয়ে গুঞ্জন রয়েছে এবং তার ফিটনেস বিবেচনায় রেখে ঝুঁকি নিতে চাইবে না ভারতীয় বোর্ড।
advertisement
7/9
এদিকে আরেকটি চমক হতে পারে ক্রুনাল পান্ডিয়ার দলে ফেরা। তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে প্রথম আইপিএল শিরোপা এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। যদিও ২০২১ সালের পর থেকে জাতীয় দলে নেই, তবে তার অলরাউন্ড পারফরম্যান্স নির্বাচকদের ভাবনায় ফেলতেই পারে।
advertisement
8/9
সব মিলিয়ে এশিয়া কাপের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গঠনের প্রস্তুতি নিচ্ছে ভারত। নির্বাচকরা আগস্টের তৃতীয় সপ্তাহে বসে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন বলে জানা গেছে।
advertisement
9/9
এশিয়া কাপ ২০২৫-এর জন্য ভারতের সম্ভাব্য স্কোয়াড: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ/হর্ষিত রানা, শিবম দুবে, জিতেশ শর্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, ক্রুনাল পান্ডিয়া।
বাংলা খবর/ছবি/খেলা/
কে থাকল আর কে পড়ল বাদ? এশিয়া কাপে ভারতীয় দলে কোপে একাধিক মহাতারকা! একজনের হচ্ছে ওয়াইল্ড কার্ড এন্ট্রি!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল