গিলের প্রত্যাবর্তন ও নেতৃত্বে পরিবর্তন:
টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল প্রায় এক বছরের ব্যবধানে টি২০ দলে ফিরেছেন এবং এবার তিনি সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন। তিনি সর্বশেষ টি২০ খেলেছিলেন ৩০ জুলাই ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলেতে। গিল দলে ফিরেছেন অক্ষর প্যাটেলের পরিবর্তে সহ-অধিনায়ক হিসেবে।
বুমরাহ-কুলদীপ ফিরলেন টি-২০ বিশ্বকাপ ফাইনালের পর:
বিশ্বসেরা টেস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবং স্পিনার কুলদীপ যাদবও দলে ফিরেছেন। দুজনেই সর্বশেষ টি২০ খেলেছেন ২০২৪ টি২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তাঁদের অভিজ্ঞতা দলের বোলিং আক্রমণের শক্তি আরও বাড়াবে।
advertisement
জিতেশ শর্মার প্রত্যাবর্তন:
আরসিবির উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা দলে ফিরেছেন দীর্ঘদিন পর। তিনি সর্বশেষ ভারতের হয়ে টি২০ খেলেছিলেন ১৪ জানুয়ারি ২০২৪ সালে। দলে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে জায়গা পেয়েছেন তিনি।
দল থেকে বাদ ৬ জন:
এশিয়া কাপের দলে জায়গা পাননি ছয় জন তারকা ক্রিকেটার, যাঁরা ইংল্যান্ডের বিপক্ষে জানুয়ারি-ফেব্রুয়ারিতে শেষ টি-২০ সিরিজে খেলেছিলেন। বাদ পড়া খেলোয়াড়রদের তালিকায় রয়েছেন-মহাম্মদ শামি, নীতিশ কুমার রেড্ডি , রমনদীপ সিং, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল। নীতিশ কুমার রেড্ডি চোটের কারণে বাদ গেলেও বাকি পাঁচজনকে বাদ দেওয়া হয়েছে আইপিএল ২০২৫-এ হতাশাজনক পারফরম্যান্সের কারণে।
যারা দলে টিকে গেলেন:
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা শেষ টি-২০ সিরিজ থেকে যাঁরা এশিয়া কাপের টি২০ দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন, তাঁরা হলেন- সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা, রিঙ্কু সিং
এশিয়া কাপ ২০২৫ভারতের টি২০ দল :
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং।