গিলের জার্সির পেছনে থাকা ‘৭৭’ নম্বর নিয়ে বরাবরই কৌতূহল ছিল ভক্তদের। স্টার স্পোর্টসকে দেওয়া এক ভিডিওবার্তায় শুভমান গিল বলেন, “আমি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৭ নম্বর জার্সি চাইছিলাম, কিন্তু সেটি না পেয়ে ৭+৭ নিয়ে ৭৭ রাখি। সেখান থেকেই এই জার্সি নম্বর নিয়ে খেলছি। ”
শুভমান গিল জানান, সচিন তেন্ডুলকার ছিলেন গিলের ছোটবেলার নায়ক। সচিনের সঙ্গে ওপেন করা স্বপ্ন। আর বর্তমান প্রিয় ক্রিকেটার হলেন বিরাট কোহলি। দলে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে ইশান কিষানের নাম বলেন তিনি। নেট অনুশীলনে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে গিলের পছন্দ জসপ্রীত বুমরাহ। তিনি বলেন, “বুমরাহ সবসময় চাপে রাখে, এক ইঞ্চিও ছাড়ে না। ও চায় তোমার মনে হোক ও-ই সেরা।”
advertisement
ক্রিকেটের বাইরে গিল একজন পারিবারিক মানুষ। নিজের ডাক নামও জানান ভারতীয় তারকা। গিলের ডাকনাম ‘কাকা’, যার অর্থ পাঞ্জাবিতে ‘বাচ্চা’। ম্যাচ জেতার পর প্রথম ফোন করেন বাবাকে। পরিবার ছাড়া কিছুতেই থাকতে পারবেন না বলেও জানান তিনি। ভিডিও গেম খেলতে ভালোবাসেন বলেও জানান গিল। ফিফা গেমে তিনি পারদর্শী বলেও জানান।
এছাড়া কোন ৩ ক্রিকেটারকে যিনি ডিনারে ডাকতে চান? তার উত্তরে বলেন, ভিভ রিচার্ডস, বিরাট কোহলি এবং সচিন তেন্ডুলকর। ডায়েটের বাইরে নিজের প্রিয় খাবার বেছে নেন বাটার চিকেন এবং লাচ্ছা পরোটা। নিজের তিনটি পছন্দের জিনিস সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, ওয়ালেট, পরিবার এবং ফোন।
আরও পড়ুনঃ IND Vs UAE: ইতিহাস গড়েও বাদ! এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের একাদশে বড় চমক! জেনে নিন বিস্তারিত
ক্রিকেট পরিসংখ্যানে গিল ইতিমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। ৩৭টি টেস্টে করেছেন ২,৬৪৭ রান, একদিনের ক্রিকেটে ৫৫ ম্যাচে ২,৭৭৫ রান, আর টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে করেছেন ৫৭৮ রান। এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বে সহ-অধিনায়ক হিসেবে মাঠে নামবেন গিল। নিজের খোলা মন আর ব্যাটিং দক্ষতা দিয়ে তিনি ভবিষ্যতের অন্যতম বড় তারকা হয়ে উঠবেন বলেই মনে করছেন বিশ্লেষকরা।