TRENDING:

New Captain Of Team India: অধিনায়কত্ব ও ওডিআই দল থেকে বাদ রোহিত! কে হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? বড় আপডেট!

Last Updated:
New ODI Captain Of Team India: এবার কী ওডিআই-তে অধিনায়কত্ব হারাতে চলেছেন রোহিত? বাদ পড়তে পারেন দল থেকে? রোহিতের বদলে কে হতে পারেন ওডিআই ক্যাপটেন?
advertisement
1/7
অধিনায়কত্ব ও ওডিআই দল থেকে বাদ রোহিত! কে হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? বড় আপডেট!
টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন রোহিত শর্মা। ২০২৭ ওডিআই বিশ্বকাপ পর্যন্ত একদিনের ক্রিকেট খেলবেন তিনি। সঙ্গে ওডিআই দলের অধিনায়কত্বও করাতেও কোনও আপত্তি নেই হিটম্যানের। কিন্তু এবার কী ওডিআই-তে অধিনায়কত্ব হারাতে চলেছেন রোহিত? বাদ পড়তে পারেন দল থেকে? রোহিতের বদলে কে হতে পারেন ওডিআই ক্যাপটেন? ইত্যাদি নানা বিষয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।
advertisement
2/7
ভারতীয় ক্রিকেটে নেতৃত্বে পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সফল অধিনায়কত্বের পর তরুণ ব্যাটার শুভমান গিলকে ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ জানিয়েছেন, গিল অধিনায়কত্বের জন্য প্রস্তুত এবং রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে তাকে ভাবা উচিত।
advertisement
3/7
ইংল্যান্ড সফরের আগে গিলকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা হলে তা নিয়ে অনেক বিতর্ক হয়। অনেকেই মনে করেছিলেন অভিজ্ঞ ক্রিকেটারদের উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কিন্তু গিল সেই সমস্ত সন্দেহের মেঘ দূর করে দিয়েছেন তার ব্যাট এবং নেতৃত্ব দিয়ে। সিরিজে সর্বোচ্চ ৭৫৪ রান করার পাশাপাশি ২-২ এ সিরিজ ড্র করাতে বড় ভূমিকা রাখেন তিনি।
advertisement
4/7
মহম্মদ কাইফ তার ইউটিউব চ্যানেলে গিলের প্রশংসা করে বলেন, “ওয়ানডেতে তার নেতৃত্ব দেওয়ার সময় এসে গেছে। রোহিত কতদিন অধিনায়ক থাকবেন, তা অনিশ্চিত। গিল সাদা বলের ক্রিকেটেও ধারাবাহিক পারফর্মার।”
advertisement
5/7
কাইফ আরও বলেন,"তরুণ দলের সঙ্গে খেলতে গেলে অধিনায়কের দায়িত্ব দ্বিগুণ হয় – নিজের পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে নেতৃত্বও দিতে হয়। গিল এই চ্যালেঞ্জ সফলভাবে গ্রহণ করেছেন। তার অধিনায়কত্বে দল সংঘবদ্ধভাবে খেলেছে এবং চাপে পড়েও লড়াই করেছে।"
advertisement
6/7
বর্তমানে রোহিত শর্মা শুধু ওয়ানডে ফরম্যাটে খেলেন। তিনি ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। এই প্রেক্ষাপটে গিলের মতো তরুণ এবং ফর্মে থাকা খেলোয়াড়কে নেতৃত্বে নিয়ে আসা ভবিষ্যতের জন্য কার্যকরী পদক্ষেপ হতে পারে।
advertisement
7/7
সব মিলিয়ে, শুভমান গিল এখন শুধু ভবিষ্যতের বড় ব্যাটসম্যান নন, বরং ভারতীয় ক্রিকেটের সম্ভাব্য নেতা হিসেবেও উঠে এসেছেন। তার নেতৃত্বের দক্ষতা এবং পারফরম্যান্স ইতিমধ্যেই বিস্তর প্রশংসা কুড়িয়েছে, যা তাকে ওয়ানডে দলের ক্যাপটেনের জন্য যোগ্য প্রার্থী করে তুলেছে।
বাংলা খবর/ছবি/খেলা/
New Captain Of Team India: অধিনায়কত্ব ও ওডিআই দল থেকে বাদ রোহিত! কে হচ্ছেন ভারতের নতুন অধিনায়ক? বড় আপডেট!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল