সূত্র মারফত জানা গিয়েছিল, ভাইরাল জ্বরে আক্রান্ত হলেও গিলের রক্ত পরীক্ষায় কোনো গুরুতর সমস্যা ধরা পড়েনি। তিনি এখন দ্রুত সুস্থ হয়ে উঠছেন এবং শিগগিরই পুরো দমে অনুশলন শুরু করবেন। দলীপ ট্রফির প্রথম রাউন্ডে উত্তর জোনের নেতৃত্ব দেবেন হরিয়ানার অঙ্কিত কুমার, যিনি এর আগে দলের সহ-অধিনায়ক ছিলেন। তারা ইস্ট জোনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।
advertisement
শুভমান গিলকে আসন্ন এশিয়া কাপ ২০২৫-এ ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে। সূর্যকুমার যাদবের অধীনে এশিয়া কাপে খেলবে ভারত। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত, দুবাই ও আবু ধাবিতে। গিল সর্বশেষ ভারতের হয়ে টি২০ খেলেছিলেন জুলাই ২০২৪-এ শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেই ম্যাচেও তিনি সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুনঃ ‘যদি আমি দায়িত্ব পাই তাহলে…’, ইংল্যান্ড সফরের পর বড় কথা বলে দিলেন সিরাজ
গিল ছাড়াও, নর্থ জোন দলে আরও রয়েছেন এশিয়া কাপগামী দুই পেসার—অর্শদীপ সিং ও হর্ষিত রানা। তারা প্রথম রাউন্ডে অংশ নিলেও পরে সংযুক্ত আরব আমিরশাহিতে উড়ে যাবেন। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে এবং তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে অনুষ্ঠিত হবে।