'যদি আমি দায়িত্ব পাই তাহলে...', ইংল্যান্ড সফরের পর বড় কথা বলে দিলেন সিরাজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Mohammed Siraj: সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তিনি সিরিজের সবকটি ম্যাচে অংশ নিয়ে মোট ২৩টি উইকেট শিকার করেন।
সম্প্রতি শেষ হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারতীয় পেসার মহম্মদ সিরাজ নজরকাড়া পারফরম্যান্স করেছেন। তিনি সিরিজের সবকটি ম্যাচে অংশ নিয়ে মোট ২৩টি উইকেট শিকার করেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইংল্যান্ডে একটি টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট নেওয়া ভারতীয় বোলার জসপ্রিত বুমরাহর রেকর্ডের সঙ্গে একই আসনে বসেন। তাঁর এই অনন্য কৃতিত্বের জন্য তাঁকে ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ নির্বাচিত করা হয়।
বিশ্বের এক নম্বর টেস্ট বোলার বুমরাহর অনুপস্থিতিতে সিরাজের নেতৃত্বে ভারতীয় বোলিং আক্রমণ দারুণ কার্যকর ছিল। এক সাক্ষাৎকারে সিরাজ জানান, দায়িত্ব পেলে তাঁর পারফরম্যান্স আরও ভালো হয়। এজবাস্টনে দেওয়া তাঁর পূর্ববর্তী বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, এবার সময় এসেছে সমস্ত সমালোচনার জবাব দেওয়ার এবং সেই সব আলোচনা থামানোর।
মহম্মদ সিরাজ বলেন, “আমি কী করছি সে বিষয়ে সচেতন থাকি এবং মানুষের মন্তব্যকে গুরুত্ব দিই না, কারণ তারা আমার সংগ্রামের পথ জানে না।” তিনি আরও বলেন যে,”তিনি দীর্ঘদিন ধরে মানুষের নেতিবাচক মন্তব্য সহ্য করে এসেছেন, তবে এবার তিনি মাঠে জবাব দিয়েছেন। আগামী দিনেও দেশের জার্সি গায়ে সেরাটা দিতে তৈরি তিনি।”
advertisement
advertisement
জসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে দলের ভিতরে আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব বজায় রাখতে নেতৃত্ব দিয়েছেন সিরাজ। তিনি সতীর্থদের সঙ্গে আলাপচারিতায় বারবার তাঁদের উৎসাহ দিয়েছেন এবং মনে করিয়ে দিয়েছেন যে অতীতেও তারা এমন সাফল্য অর্জন করেছে, ভবিষ্যতেও তা সম্ভব। সিরাজের এই মানসিকতা ও পারফরম্যান্স ভারতীয় দলের জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 3:19 PM IST