ভারতের পরবর্তী টি২০ অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন শুভমান গিল। নির্বাচক কমিটি সম্প্রতি তাকে আসন্ন এশিয়া কাপে সহ-অধিনায়ক করায় তার নেতৃত্বে এগিয়ে আসার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। দলের ভাবনায় তাকে দীর্ঘমেয়াদি অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে, বিশেষ করে সূর্যকুমার যাদবের পরিবর্তে, যিনি আগামী মাসে ৩৫ বছরে পা দিতে চলেছেন। টেস্ট ক্রিকেটেও দেশকে নেতৃত্ব দিচ্ছেন গিল।
advertisement
শুভমান গিল সর্বশেষ টি২০ আন্তর্জাতিক খেলেছিলেন জুলাই ২০২৪-এ শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর তিনি আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের দলে ছিলেন না, তবে তার পরপর জিম্বাবুয়ে সফরে ভারতের নেতৃত্ব দেন। গত এক বছর তিনি মূলত টেস্ট এবং ওডিআই ফরম্যাটেই নিজেকে ব্যস্ত রেখেছেন, যেখানে তার ব্যাটে ধারাবাহিকতা ছিল লক্ষ্য করার মতো।
পরবর্তী টি২০ বিশ্বকাপ আর মাত্র ছয় মাস দূরে, তাই ভারতের প্রস্তুতি শুরু হচ্ছে এশিয়া কাপ থেকেই। দৈনিক জাগরণ-এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, সূর্যকুমার যাদব অধিনায়কত্ব ছাড়ার পর শুভমান গিলকেই তার স্থলাভিষিক্ত করা হবে। গিলের নেতৃত্বের দক্ষতা এবং ব্যাটিং ফর্ম, উভয়ই তাকে এই দায়িত্বের যোগ্য দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আরও পড়ুনঃ India vs Pakistan: পাকিস্তানের বিরুদ্ধে কি খেলবে ভারত? চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল ক্রীড়া মন্ত্রক
চলতি বছর রোহিত শর্মার অবসরের পর গিলকে ভারতের টেস্ট অধিনায়ক করা হয়। তার প্রথম সিরিজেই অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফিতে ভারত ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে এবং তিনি নিজে ৭০০-র বেশি রান করেন। একটি ডাবল সেঞ্চুরি হাঁকান গিল। যদিও কাজের চাপে গিলকে ওডিআই অধিনায়কত্ব দেওয়া হচ্ছে না, সেখানে রোহিতের উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হতে পারে শ্রেয়স আইয়ারকে।