ভারতের এশিয়া কাপের দলে কারা! কে থাকছে আর কে বাদ? জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025 Team India Squad: ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। ইতিমধ্যেই পাকিস্তান প্রতিযোগিতার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলের স্কোয়াড কেমন হবে তা নিয়ে চলছে জোর জল্পনা।
advertisement
1/16

৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। ইতিমধ্যেই পাকিস্তান প্রতিযোগিতার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। ভারতীয় দলের স্কোয়াড কেমন হবে তা নিয়ে চলছে জোর জল্পনা। অজিত আগারকরের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল বেশ কিছু তারকাকে স্কোয়াড থেকে বাদ দিতে পারে। সূত্রের খবর, আর এক-দুদিনের মধ্যেই দল ঘোষণা করবে বিসিসিআই। কেমন হতে পারে ভারতের এশিয়া কাপের স্কোয়াড, দেখে নিন এক নজরে।
advertisement
2/16
অভিষেক শর্মা – তরুণ বাঁ-হাতি ওপেনার হিসেবে সাহসী পারফরম্যান্স দেখিয়েছেন এবং ওপেনার হিসেবে তার জায়গা ধরে রাখা পাকা। বর্তমানে টি-২০ ক্রিকেটে বিশ্বসেরা তিনি।
advertisement
3/16
তিলক বর্মা – মিডল অর্ডারে ঠান্ডা মাথার ব্যাটসম্যান হিসেবে নিজের পরিপক্বতা দেখিয়েছেন তিলক বর্মা। ইনিংস ধরার পাশাপাশি দ্রুত রান করতে পারেন তিলক। তিনি স্কোয়াডে থাকবেন বলেই আশা করা হচ্ছে।
advertisement
4/16
সূর্যকুমার যাদব (অধিনায়ক) – ভারতের টি২০ ব্যাটিংয়ের মূল ভরসা এবং অধিনায়ক। তার বিধ্বংসী ব্যাটিং তাকে দলের সবচেয়ে বড় অস্ত্র। অস্ত্রপচারের পর ফিরে কতটা ফর্মে রয়েছেন তিনি, সেটাই দেখার।
advertisement
5/16
শুভমান গিল – ওপেনার হিসেবে ফিরতে চলেছেন টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। তার ধারাবাহিকতা এবং টেকনিক যশস্বী জয়সওয়ালের চেয়ে এগিয়ে রাখছে তাকে।
advertisement
6/16
রিঙ্কু সিং – কেকেআর তারকা রিঙ্কু সিংয়ের জায়গা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তবে ফিনিশার হিসেবে তার দক্ষতা তাকে দলে রাখার পক্ষে বড় যুক্তি হতে পারে।
advertisement
7/16
সঞ্জু স্যামসন – দলে প্রথম পছন্দের উইকেটকিপার সঞ্জু স্যামসন। অভিজ্ঞতা এবং সাম্প্রতিক ফর্মের কারণে দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে গিল ফিরলে তিনি ওপেনিংয়ে জায়গা পাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।
advertisement
8/16
জিতেশ শর্মা – আইপিএলে পরীক্ষিত, পাওয়ার-হিটার এবং ফিনিশার হিসেবে দলে সুযোগ পেতে পারেন জিতেশ শর্মা। ধ্রুব জুরেলকে পেছনে ফেলে ব্যাকআপ কিপার হিসেবে থাকতে পারেন।
advertisement
9/16
হার্দিক পান্ডিয়া – দলের প্রধান অলরাউন্ডার হিসেবে হার্দিক পান্ডিয়ার সুযোগ পাওয়াটা পাকা। তার ব্যাটিং ও পেস বোলিং স্কোয়াডে ভারসাম্য আনে।
advertisement
10/16
অক্ষর প্যাটেল – বাঁ-হাতি স্পিন ও ব্যাটিং অর্ডারে নিচের দিকে কার্যকর ব্যাটিং তাকে একটি নির্ভরযোগ্য অপশন করে তুলেছে। তারও দলে সুযোগ পাওয়া নিয়ে কোনও সংশয় নেই।
advertisement
11/16
কুলদীপ যাদব – ইংল্যান্ডে টেস্ট সিরিজে স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি কুলদীপ যাদব। তবে এশিয়া কাপে ভারতীয় বোলিং অ্যাটাকে গুরুত্বপূর্ণ সদস্য হতে চলেছেন চায়নাম্যান কুলদীপ।
advertisement
12/16
শিবম দুবে – দুর্দান্ত ফর্মে থাকা এই পাওয়ার হিটার অলরাউন্ডার অতিরিক্ত পেস বোলিং অপশনের জন্য দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
13/16
জসপ্রীত বুমরাহ – ভারতের মূল স্ট্রাইক বোলার ও ম্যাচ উইনার। তার উপলব্ধতা এশিয়া কাপের আগে বিশাল প্রাপ্তি। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল তিনি খেলবেন না এশিয়া কাপে। কিন্তু প্রতিযোগিতায় অংশ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন বুমরাহ।
advertisement
14/16
অর্শদীপ সিং – বাঁ-হাতি পেসার হিসেবে ডেথ ওভারে নির্ভরযোগ্য, নিশ্চিতভাবেই দলে থাকবেন। সাদা বলের ছোট ফরম্যাটে সাম্প্রতিক সময়ে নিজেকে প্রমাণ করেছেন অর্শদীপ।
advertisement
15/16
মহম্মদ সিরাজ – আগ্রাসী মেজাজ এবং নতুন বলে অভিজ্ঞতা তাকে প্রসিদ্ধ কৃষ্ণার চেয়ে এগিয়ে রাখছে। ইংল্যান্ড সফরেও দুরন্ত ফর্মে ছিলেন তিনি।
advertisement
16/16
বরুণ চক্রবর্তী – তার ‘মিস্ট্রি স্পিন’ ইউএই-এর উইকেটে বড় ফ্যাক্টর হতে পারে। ভারতীয় বোলিং ইউনিটকে শক্তিশালী অস্ত্র তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অনবদ্য বোলিং করেছিলেন বরুণ।