TRENDING:
advertisement
বাংলা খবর » Tag » Jasprit Bumrah

জসপ্রীত বুমরাহ খবর

<p><strong>জসপ্রীত বুমরাহ: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!</strong></p> <p><span style="font-weight: 400;">পুরো নাম</span></p> <p><span style="font-weight: 400;">জসপ্রীত জসবীরসিং বুমরাহ</span></p> <p><span style="font-weight: 400;">জন্ম</span></p> <p><span style="font-weight: 400;">৬ ডিসেম্বর ১৯৯৩</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">উচ্চতা</span></p> <p><span style="font-weight: 400;">৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">জাতীয়তা</span></p> <p><span style="font-weight: 400;">ভারতীয়</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">ক্রীড়াবিদ</span></p> <p><span style="font-weight: 400;">ডানহাতি ব্যাটার, ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার </span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">পরিবার</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">পিতা: জসবীর সিং</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">মাতা: দলজিৎ বুমরাহ</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">স্ত্রী: সঞ্জনা গণেশন</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">জসপ্রীত বুমরাহ জন্মগ্রহণ করেন গুজরাতের আহমেদাবাদে। মাত্র সাত বছর বয়সে জসপ্রীত তাঁর বাবাকে হারান। তাঁর মা দলজিৎ বুমরাহ ছিলেন স্কুলের অধ্যক্ষ এবং স্বামীর মৃত্যুর পর তিনি একাই তাঁর সন্তানদের বড় করেন।  জসপ্রীত বুমরাহের একটি বোন আছে, যাঁর নাম জুহিকা।</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">অভিষেক</span></p> <p>&nbsp;</p> <p><span style="font-weight: 400;">২০১৩ সালে গুজরাতের হয়ে বিদর্ভের বিরুদ্ধে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলেন জসপ্রীত বুমরাহ। এই খেলায় ৭টি উইকেট নেন তিনি। দলের সেরা উইকেট শিকারি ছিলেন বুমরাহ। ২০১২ সালের সৈয়দ মুশতাক আলি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে টি২০-তে অভিষেক হয় তাঁর এবং ম্যান অফ দ্য ম্যাচের পারফরমেন্সের সঙ্গে দলকে জয়ী করেন তিনি। </span></p> <p><span style="font-weight: 400;">উত্থান</span></p> <p><span style="font-weight: 400;">২০১৬ সালে ভারতের টুয়েন্টি২০ আন্তর্জাতিক দলের সদস্য হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০১৬ সালে ওডিআই-এ অভিষেক হয় বুমরাহের। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ বা তার কম ম্যাচের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ১৫টি উইকেট নেন যা ফাস্ট বোলার হিসেবে সবচেয়ে উইকেট নেওয়ার কৃতিত্ব এনে দেয়। ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর জন্য ভারতের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল তাঁর। ওয়ান ডে ম্যাচে ১০০টি উইকেট নিয়েছেন বুমরাহ। ২০১৯ বিশ্বকাপে তিনি ভারতীয় দলের সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন। ৯টি ম্যাচে ১৮টি উইকেট নিয়ে ছিলেন তিনি।</span></p> <p><span style="font-weight: 400;">২০১৭ সালে নভেম্বর মাসে সাউথ আফ্রিকার বিরুদ্ধে বুমরাহ তাঁর জীবনের প্রথম টেস্ট খেলেন। প্রথম ম্যাচেই বিশ্ববিখ্যাত ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে ক্লিন বোল্ড করেন। একই সিরিজের তৃতীয় টেস্টে একটি ইনিংসে মাত্র ৫৪ রান দিয়ে ৫টি উইকেট নেন। এর পর ইংল্যান্ডের বিরুদ্ধে ফের একই ইনিংসে ৫ ইউকেট নেন বুমরাহ।  </span></p> <p><span style="font-weight: 400;">ক্লাব ক্রিকেট</span></p> <p><span style="font-weight: 400;">মাত্র ১৯ বছর বয়সে বুমরাহর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অভিষেক হয়। প্রথম ম্যাচে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে মাঠে নামেন এবং ৩২ রান দিয়ে ২টি উইকেট নেন। বুমরাহ আইপিএল-এর ইতিহাসের দ্বিতীয় এমন একজন বলার যিনি অভিষেক ম্যাচেই ৩টি উইকেট নিয়েছেন। ২০১৪ সালে মুম্বই ইন্ডিয়ান্স বুমরাহকে নিজের দলে টেনে নেয়। মুম্বইয়ের ৫টি ট্রফি জয়ের পেছনে এই ফাস্ট বোলার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাইশ গজের দুনিয়ায় তাঁর এই সাফল্য এখনও অব্যাহত।</span></p> <p><span style="font-weight: 400;">রেকর্ড</span></p> <p><span style="font-weight: 400;">পাঁচ বা তার কম ম্যাচের দ্বিপাক্ষিক ওডিআই সিরিজে ফাস্ট বোলার হিসেবে সর্বাধিক ১৫টি উইকেট।</span></p> <p><span style="font-weight: 400;">১০০ ওডিআই উইকেট নেওয়া দ্বিতীয় দ্রুততম ভারতীয় ক্রিকেটার।</span></p> <p><span style="font-weight: 400;">টেস্টে হ্যাটট্রিক নেওয়া তৃতীয় ভারতীয় ক্রিকেটার। </span></p> <p><span style="font-weight: 400;">পুরস্কার</span></p> <p><span style="font-weight: 400;">Cricbuzz-এর ২০১৭ সালে টুর্নামেন্টের আইপিএল একাদশে নাম ছিল জসপ্রীত বুমরাহের।</span></p> <p><span style="font-weight: 400;">ESPNCricinfo-র ২০১৬ ও ২০১৭ এবং Cricbuzz-এর ২০১৭ সালে জন্য টি-২০ ইলেভেন অফ দ্য ইয়ার হিসেবে নাম ছিল বুমরাহের।</span></p> <p><span style="font-weight: 400;">ICC ২০১৮- এর বিশ্ব টেস্ট ইলেভেনে নাম ছিল জসপ্রীতের।</span></p> <p><span style="font-weight: 400;">ICC ২০১৮- এর বিশ্ব ওডিআই ইলেভেনে নাম ছিল জসপ্রীত বুমরাহের।</span></p> <p><span style="font-weight: 400;">ICC এবং ESPNCricinfo – আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১৯-এর ‘টিম অফ দ্য টুর্নামেন্ট’-এ নাম ছিল জসপ্রীতের।</span></p> <p>&nbsp;</p>
আরো দেখুন …

সব খবর

Open in App
হোম
খবর
ফটো
লোকাল