হালকা ট্রেনিংয়ের একটি ভিডিও বুমরাহ নিজেই শেয়ার করেছেন, যেখানে দেখা যায় অনুশীলনের মাঝেই তিনি সময় বের করে নিচ্ছেন ছেলের সঙ্গে খেলাধুলার জন্য। কখনও অঙ্গদকে কোলে নিচ্ছেন, কখনও আবার তাকে দিয়ে ওয়ার্ম-আপ করাচ্ছেন। বুমরাহ ছেলেকে বোঝাচ্ছেন কীভাবে দৌড়ে এসে বল করতে হয় এবং স্টাম্প লক্ষ্য করে পুরো গতিতে ডেলিভারি করত হয়। সেই দৃশ্য দেখে ছোট্ট অঙ্গদ আনন্দে চিৎকার করে ওঠে, “Oh my God!!”
advertisement
এই অনুশীলনে বুমরাহর সঙ্গে একজন ট্রেনারও ছিলেন, যিনি অঙ্গদের দেখাশোনা করছিলেন। অঙ্গদও বাবার মতোই ক্রিকেটার হওয়ার চেষ্টা করেছিল। কখনও বল তুলে স্টাম্পের দিকে ছুড়ে দিচ্ছে, কখনও আবার বলছে, “Stumps fall down! Stumps fall down!” বাবার প্রতিটি ডেলিভারি সে গভীর মনোযোগ দিয়ে দেখছে, যা ভিডিওটিকে আরও মিষ্টি করে তুলেছে। বাবর মতই ডেলিভারি করার চেষ্টাও করেন অঙ্গদ।
ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর থেকেই বুমরাহ পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তাঁকে বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বড় টুর্নামেন্টে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলে বুমরাহ যে অন্যতম প্রধান ভরসা, তা বলাই বাহুল্য। মাঠের বাইরে পরিবার এবং মাঠের ভেতরে ক্রিকেট—দুটোই সমানভাবে উপভোগ করছেন ভারতের এই তারকা পেসার।
