শুভমন গিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচেই ভারতের হয়ে ওপেনার হিসেবে ব্যাট করতে নেমেছিলেন, কিন্তু তিন ইনিংসে মাত্র ১০, ৯ ও ২৪ রান করতে পেরেছিলেন। অস্ট্রেলিয়া সফরে তার মোট ৪৩ রান ভারতের শীর্ষ ছয় ব্যাটারের মধ্যে সবচেয়ে কম। এশিয়া কাপেও গিলের ব্যাটে রান পাওয়া যায়নি, কেবলমাত্র সেপ্টেম্বর ২১ তারিখে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোর ম্যাচে ২৮ বলে ৪৭ রানের একটি ইনিংসই খেলেছিলেন। গিলের বর্তমান ব্যাটিং ফর্ম বিবেচনা করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হয়তো বুধবার (অক্টোবর ২৯) অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে তাকে বিশ্রাম দিতে পারে এবং তার পরিবর্তে সঞ্জু স্যামসনকে ওপেনার হিসেবে খেলাতে পারে।
advertisement
স্যামসন, যিনি ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার টি২০ ফরম্যাটে। গত বছর ওপেনার হিসেবে তিনটি শতরান করেছিলেন—এর মধ্যে দুটি ছিল দক্ষিণ আফ্রিকায়। ওপেনিং পজিশনে তিনি চমৎকার পারফর্ম করেছিলেন, তবে গিল দলে জায়গা পায় তাকে মিডল অর্ডারে ব্যাট করতে হবে। মিডিল অর্ডারে তিনি মোটামুটি ভালোই খেলেছিলেন, যদিও খুব বেশি উজ্জ্বল ছিলেন না। এই অবস্থায় গিলকে কিছুদিন বিশ্রাম দেওয়া যুক্তিসঙ্গত সিদ্ধান্ত হতে পারে, তবে সেটি হওয়ার সম্ভাবনা খুব বেশি নয়, কারণ তিনি দলের সহ-অধিনায়কও বটে।
গিলের পাশাপাশি আরেকজন যার ফর্ম নিয়ে আলোচনায় রয়েছেন, তিনি হলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের টি২০ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। কিন্তু সূর্য এ বছর আন্তর্জাতিক টি২০-তে খুব একটা ভালো করতে পারেননি। যদিও আইপিএল ২০২৫-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তিনি অসাধারণ ফর্মে ছিলেন—সব ১৬ ম্যাচেই ২৫ রানের বেশি করেছেন—কিন্তু ভারতের হয়ে এ বছর ১২ ম্যাচে তার মোট রান মাত্র ১০০, যা ২০২১ সালে টি২০ অভিষেকের পর থেকে সবচেয়ে খারাপ পারফরম্যান্স।
যদিও গিল ও সূর্যর ফর্ম চিন্তার বিষয়, তবুও অভিষেক শর্মা, তিলক ভার্মা, শিবম দুবে এবং কুলদীপ যাদবের সাম্প্রতিক পারফরম্যান্স দলকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। এই চারজনই ক্যানবেরায় বুধবার শুরু হওয়া প্রথম টি২০-তে খেলবেন বলে ধারণা করা হচ্ছে।
জসপ্রীত বুমরাহকেও টি২০ স্কোয়াডে রাখা হয়েছে—ওয়ানডে সিরিজে বিশ্রাম নেওয়ার পর ৩১ বছর বয়সী এই পেসারই নেতৃত্ব দেবেন ভারতের বোলিং আক্রমণকে। তার সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে অর্শদীপ সিংকে। হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে হর্ষিত রানা সুযোগ পেতে পারেন দলে।
আরও পড়ুনঃ IND vs AUS: ৬ জন প্লেয়ার বাদ! দলে ঢুকলেন কারা? ভারতের টি-২০ দলে বড় চমক! জেনে নিন বিস্তারিত
নীতিশ কুমার রেড্ডি আরেকজন পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনায় আছেন, তবে তার ফিটনেস নিয়ে প্রশ্ন আছে, কারণ চোটের কারণে তিনি তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি। অক্ষর প্যাটেল নিশ্চিতভাবে একাদশে থাকবেন, তবে ওয়াশিংটন সুন্দর সম্ভবত বেঞ্চে থাকবেন। জিতেশ শর্মাকেও হয়তো অপেক্ষায় থাকতে হবে, কারণ এশিয়া কাপেও তিনি কোনো ম্যাচে সুযোগ পাননি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের সম্ভাব্য প্রথম টি২০ একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), অক্ষর প্যাটেল, শিভবম দুবে, রিঙ্কু সিং, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।
