KL Rahul On Bumrah: ‘ইগো নিয়ে খেলতে যাবেন না, ও যখন বল করে দাঁতে দাঁত ঘষতে থাকে’- বুমরাহকে নিয়ে বিস্ফোরক রাহুল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KL Rahul On Bumrah: কেএল রাহুলের সাক্ষাৎকারে বুমরাহর নেটের আগ্রাসন উন্মোচিত
advertisement
1/5

কলকাতা: ক্রিকেট মাঠে বল হাতে বুমরাহ আসছে মানে বিপক্ষের ব্যাটারদের ঘুম উড়ল৷ ‘'বুমরাহ যেমন ম্যাচে বল করেন, তেমনই স্পিরিট নিয়ে নেটেও বল করেন৷’’ এর পাশাপাশি আরও বলেন যে নেটে ‘সে তো দাঁতে দাঁত ঘষতেই থাকে।’ তিনি আরও বলেছেন, ‘‘সব সময় যখন আপনি তাঁর মুখ দেখবেন, সে যেন প্রতিযোগিতার জন্য মুখিয়ে থাকে। কখনও কখনও আমাদের বলতে হয়, আরে বুমরাহ আমরা একই দলে আছি।’’
advertisement
2/5
ক্রিকেট দুনিয়া বুমরাহকে ভয় পায় এটা সবাই জানে কিন্তু টিমমেটরাও তাঁকে ভয় পান- এটাই অবাক করে দিচ্ছে সকলকে৷ রাহুল বলেছেন, ‘জস্সি-র থেকে তাঁর দলের সতীর্থরাও ভয় পায়।’ ইন্ডিয়ার স্টার ব্যাটসম্যান কেএল রাহুল জসপ্রীত বুমরাহকে নিয়ে একটি সাক্ষাৎকারে বলেছেন যে ‘নেট প্র্যাকটিসের সময় তাঁকে উত্যক্ত করা বিপদ ডেকে আনে। তাঁর মতে নেটে বুমরাহর বল খেলার সময় বেশিরভাগ ব্যাটসম্যান খুব সতর্ক থাকে কারণ তার ইগোকে হার্ট করতে চায় না। তাঁরা নেটে এমন কোনও শট খেলা থেকে বিরত থাকে যা বুমরাহর আত্মসম্মানকে আঘাত দিতে পারে৷
advertisement
3/5
কেএল রাহুলকে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘নেটে যদি কেউ বুমরাহর বলে ধামাকা শট মারে তাহলে কি বুমরাহ রেগে যায়?’ এর উত্তরে কেএল রাহুল বলেছেন, ‘খুব, খুব রেগে যায়। কিন্তু প্রথমেই বলি যে নেটে তাঁকে শট মারা সহজ নয়। এবং খুব কম লোকই এটা করতে পারে।’
advertisement
4/5
বুমরাহ রেগে বল করেনকেএল রাহুল বলেছেন যে ‘বুমরাহ যেমন ম্যাচে বল করেন, তেমনই উন্মাদনা নিয়ে নেটেও বল করেন এবং ‘সে তো দাঁত ঘষতেই থাকে। সব সময় যখন আপনি তাঁর মুখ দেখবেন, সে যেন প্রতিযোগিতার জন্য প্রস্তুত থাকে। কখনও কখনও আমাদের বলতে হয়, আরে বুমরাহ আমরা একই দলে আছি। ঠিক আছে নেটে পাওয়া উইকেটের গণনা হয় না, তখন সে হাসে। আমি প্রায়ই এটা বলে তাকে শান্ত করি যে ভাই, আপনাকে খেলা অসম্ভব আপনি খুব ভাল, বলটা একটু ধীরে ফেলুন আরে। নেটে বুমরাহ সেই গুটিকয়েক বোলারদের মধ্যে একজন যারা নো বল করা থেকে বিরত থাকে।
advertisement
5/5
নেটে থাকে বিপদবুমরাহকে সবচেয়ে বিপজ্জনক বোলার হিসেবে ঘোষণা করে কেএল রাহুল বলেছেন, ‘নিশ্চিতভাবে সে এমন বোলার যাকে হিট করা সবচেয়ে কঠিন। আমি মনে করি আমরা তো তাকে সবসময় খেলি, তার অ্যাকশন এবং সে কখন কিভাবে বল রিলিজ করে, তা প্রায় পরিচিত কিন্তু প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানের জন্য, অন্য দেশের ব্যাটসম্যানের জন্য তাকে খেলা খুব কঠিন। সে তো প্রথমে তার বিরুদ্ধে উইকেট বাঁচাবে তারপর রান করার কথা ভাববে সত্যিই তাকে খেলা খুব কঠিন। বুমরাহ সেই বোলারদের মধ্যে একজন যাদের পিচের ব্যাপারে বেশি ভাবতে হয় না। কলকাতার র‍্যাঙ্ক টার্নারে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া নিজেই সবচেয়ে বড় উদাহরণ।