TRENDING:

IND vs SA: বুমরাহ-পন্থের ওপরে আছড়ে পড়ছে নিন্দার ঝড়, ইডেনে নক্কারজনকভাবে বাভুমার শরীর নিয়ে মন্তব্য, তোলপাড় সব মহল

Last Updated:

IND vs SA: আম্পায়ার তাঁর এলবিডাব্লু-র আবেদন খারিজ হওয়ার পর, বুমরাহ তাঁর সতীর্থদের সঙ্গে ডিআরএস নেবেন কিনা এই  বিষয়ে আলোচনা করছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ-শুরু হয়ে গেছে কলকাতার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং ভারতীয় বোলিংয়ের সামনে গুঁড়িয়ে গেছে৷ প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছেন বুমরাহ৷ কিন্তু এই ভাল পারফরম্যান্সের দিনেও কালো দাগ লাগল ভারতীয় স্পিডস্টারের ওপর৷ প্রথম টেস্টে ভারতের ফাস্ট বোলিং আক্রমণে লিডার ছিলেন জসপ্রীত বুমরাহ। প্রথম দিনের খেলার সকালের সেশনে, ৩১ বছর বয়সী এই পেসার ৭ ওভার বল করে, ৯ রান দিয়ে দুটি উইকেট তুলেছিলেন। তাঁর সপ্তম ওভারের ষষ্ঠ বলে, তিনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকেও আউট করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু ফিল্ড আম্পায়ার তাঁকে নট আউট ঘোষণা করেন।
বাভুমার শরীর নিয়ে কটু মন্তব্য বুমরাহ-পন্থের-Photo Courtesy- X Account
বাভুমার শরীর নিয়ে কটু মন্তব্য বুমরাহ-পন্থের-Photo Courtesy- X Account
advertisement

আম্পায়ার তাঁর এলবিডাব্লু-র আবেদন খারিজ হওয়ার পর, বুমরাহ তাঁর সতীর্থদের সঙ্গে ডিআরএস নেবেন কিনা এই  বিষয়ে আলোচনা করছিলেন৷ তখনই উইকেটরক্ষক ঋষভ পন্থের সঙ্গে কথা বলার সময় তিনি দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে ‘বওনা’ (বামন) বলে সম্বোধন করেন।

আরও পড়ুন – Fact Check: হাসপাতালের বেডে অশীতিপর, রুগ্ন, অবসন্ন ধর্মেন্দ্র, হাসপাতাল কর্মীই রেকর্ডিং করে বাজারে ছেড়ে দিয়েছেন, অভিযুক্তের ধরা পড়া নিয়ে বড় আপডেট

advertisement

বাভুমার প্রতি বুমরাহর মন্তব্যের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু বাভুমাকে এভাবে বামন বলা ফ্যানরা ভালভাবে নেননি৷

তারা বুমরাহর প্রতিক্রিয়ার সমালোচনা করছেন, এমনকি কেউ কেউ তাকে ক্ষমা চাইতেও বলেছেন।

৪ নম্বরে ব্যাট করতে নামার পর ক্রিজে থাকাকালীন, বাভুমা ১১ বলে ৩ রান করেন। ১৬তম ওভারের ষষ্ঠ বলে কুলদীপ যাদব তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের শুরুতেই সুন্দরবনে যেন পাখির উৎসব, সাইবেরিয়া, বাংলাদেশ থেকে হাজির অতিথিরা
আরও দেখুন

ইডেন গার্ডেনে চলমান রেড-বল ম্যাচে ভারতের হয়ে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলছেন ধ্রুব জুরেল, লেগ স্লিপে তার ক্যাচটি সম্পন্ন করেন। এদিকে এদিন প্রথম ইনিংসে ১৪ ওভার বল করে জসপ্রীত বুমরাহ ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA: বুমরাহ-পন্থের ওপরে আছড়ে পড়ছে নিন্দার ঝড়, ইডেনে নক্কারজনকভাবে বাভুমার শরীর নিয়ে মন্তব্য, তোলপাড় সব মহল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল