আম্পায়ার তাঁর এলবিডাব্লু-র আবেদন খারিজ হওয়ার পর, বুমরাহ তাঁর সতীর্থদের সঙ্গে ডিআরএস নেবেন কিনা এই বিষয়ে আলোচনা করছিলেন৷ তখনই উইকেটরক্ষক ঋষভ পন্থের সঙ্গে কথা বলার সময় তিনি দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে ‘বওনা’ (বামন) বলে সম্বোধন করেন।
advertisement
বাভুমার প্রতি বুমরাহর মন্তব্যের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। কিন্তু বাভুমাকে এভাবে বামন বলা ফ্যানরা ভালভাবে নেননি৷
তারা বুমরাহর প্রতিক্রিয়ার সমালোচনা করছেন, এমনকি কেউ কেউ তাকে ক্ষমা চাইতেও বলেছেন।
৪ নম্বরে ব্যাট করতে নামার পর ক্রিজে থাকাকালীন, বাভুমা ১১ বলে ৩ রান করেন। ১৬তম ওভারের ষষ্ঠ বলে কুলদীপ যাদব তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
ইডেন গার্ডেনে চলমান রেড-বল ম্যাচে ভারতের হয়ে একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেলছেন ধ্রুব জুরেল, লেগ স্লিপে তার ক্যাচটি সম্পন্ন করেন। এদিকে এদিন প্রথম ইনিংসে ১৪ ওভার বল করে জসপ্রীত বুমরাহ ২৭ রান দিয়ে ৫ উইকেট নেন৷
