TRENDING:

Asia Cup 2025: একাদশে একসঙ্গে ৩ 'ব্রহ্মাস্ত্র'! এশিয়া কাপে বিপক্ষের কপালে শনি! মহাচমক নিয়ে হাজির গম্ভীর!

Last Updated:

Asia Cup 2025: গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় টি-২০ দল এক নতুন কৌশলের পথে হাঁটছে, যার মূলভিত্তি ব্যাটিং গভীরতা ও বোলিংয়ে একাধিক বিকল্প ও বৈচিত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গৌতম গম্ভীরের নেতৃত্বে ভারতীয় টি-২০ দল এক নতুন কৌশলের পথে হাঁটছে, যার মূলভিত্তি ব্যাটিং গভীরতা ও বোলিংয়ে একাধিক বিকল্প ও বৈচিত্র। কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে সফল হওয়ার পর গম্ভীর জাতীয় দলেও একই মডেল প্রয়োগ করেছেন। তাঁর অধীনে এখন পর্যন্ত ১৫টি টি-২০ ম্যাচ খেলে ভারত মাত্র ২টিতে হেরেছে, যা তাঁর পরিকল্পনার কার্যকারিতা প্রমাণ করে।
News18
News18
advertisement

তবে এই কৌশলের একটি চ্যালেঞ্জ হলো প্রধান খেলোয়াড়দের জন্য জায়গা সংকুচিত হয়ে পড়া। উদাহরণস্বরূপ, এশিয়া কাপে শিবম দুবের অন্তর্ভুক্তি অনেককে চমকে দিলেও তাঁর পার্ট-টাইম পেস বল করানোর ক্ষমতা ছিল মূল কারণ। দল নির্বাচনেও দেখা যাচ্ছে স্পেশালিস্ট বোলারের চেয়ে অলরাউন্ডার ও ব্যাটসম্যানদের প্রাধান্য দেওয়া হচ্ছে। গম্ভীর ও সূর্যকুমারের অধীনে দল ৮ ব্যাটসম্যান ও ৩ মূল বোলার নিয়ে খেলছে, যেখানে অলরাউন্ডারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

advertisement

স্পিন বিভাগে কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তীর মধ্যে কে সুযোগ পাবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। দুজনেই ভালো পারফরম্যান্স করেছেন, তবে বর্তমান ফর্ম বিবেচনায় চক্রবর্তী এগিয়ে। ইংল্যান্ড সিরিজেও কুলদীপের অনুপস্থিতিতে চক্রবর্তী ও বিষ্ণোই একসঙ্গে খেলেছিলেন। এবারের এশিয়া কাপে এমন সিদ্ধান্ত আবার দেখা যেতে পারে।

পেস বিভাগে বুমরাহ ও অর্শদীপ—দুজনই গুরুত্বপূর্ণ। কিন্তু দুজনকে একসঙ্গে খেলালে স্পিনারদের সংখ্যা কমে যাবে। বুমরাহ বিশ্বমানের বোলার হলেও অর্শদীপ সম্প্রতি টি-২০-তে সবচেয়ে বেশি উইকেটধারী। ফলে একজনকে বসাতে হলে সেটা হবে কঠিন সিদ্ধান্ত। হার্দিক পাণ্ডিয়া দ্বিতীয় পেসার হিসেবে থাকলেও তার কার্যকারিতা নির্ভর করবে কন্ডিশনের ওপর।

advertisement

স্পিন বিভাগে যদি চক্রবর্তী ও কুলদীপের মধ্যে কেবল একজন সুযোগ পান, তাহলে দ্বিতীয় স্পিনার হিসেবে থাকবেন অক্ষর প্যাটেল। বাকি স্পিন দায়িত্ব পড়বে অভিষেক শর্মা, তিলক ভার্মা ও রিঙ্কু সিং-এর মতো পার্ট-টাইম বোলারদের ওপর। এটি দলের ভারসাম্য রক্ষা করবে, তবে বোলিং গভীরতা কিছুটা হ্রাস পেতে পারে।

আরও পড়ুনঃ Asia Cup 2025: এশিয়া কাপে ভারতের রয়েছে এমন ৫টি রেকর্ড, যা ভাঙা একপ্রকার অসম্ভব

advertisement

সব মিলিয়ে, গম্ভীরের নেতৃত্বে ভারতের টি-২০ দল কৌশলগতভাবে সাহসী সিদ্ধান্ত নিচ্ছে। এই মডেল দলের ব্যাটিং শক্তি বাড়ালেও বোলিং কম্বিনেশন নির্ধারণে জটিলতা তৈরি করছে। তবে এশিয়া কাপে দলে একজন প্রধান পেসার সঙ্গে হার্দিক ও দুবে খেলতে পারেন। বুমরাহও থাকতে পারেন বাইরে। অপরদিকে, স্পিন অ্যাটে কুলদীপ-বরুন-অক্ষরকে একসঙ্গে খেলালেও অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সব কিছুই নির্ভর করবে উইকেটের উপর।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Asia Cup 2025: একাদশে একসঙ্গে ৩ 'ব্রহ্মাস্ত্র'! এশিয়া কাপে বিপক্ষের কপালে শনি! মহাচমক নিয়ে হাজির গম্ভীর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল