IND vs SA: আগুনে বুমরাহ, কুলদীপের ছোবল, দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল সাজঘরে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 1st Test: টস হারলেও ইডেনে প্রথম টেস্টে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্স। জসপ্রীত বুমরাহর আগুনে স্পেল ও কুলদীপের স্পিনের ছোবলে লাঞ্চের পরপরই দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল সাজঘরে।
advertisement
1/5

টস হারলেও ইডেনে প্রথম টেস্টে ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্স। জসপ্রীত বুমরাহর আগুনে স্পেল ও কুলদীপের স্পিনের ছোবলে লাঞ্চের পরপরই দক্ষিণ আফ্রিকার অর্ধেক দল সাজঘরে।
advertisement
2/5
টস জিতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে শুরুটা ভালো করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন মিলে ওপেনিং জুটিতে ৫৭ রানের পার্টনাশিপ গড়েন।
advertisement
3/5
কিন্তু ওপেনিং জুটি ভাঙার পরই ম্যাচে ফেরে ভারতীয় দল। নিয়মিত ব্যবধানে একের পর এক উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। বিশেষ করে ইডেনের স্পিন সহায়ক উইকেটে অনবদ্য বোলিং করেন বুমরাহ।
advertisement
4/5
অপরদিকে, যার দলে সুযোগ পাওয়া নিয়ে জল্পনা চলছিল, সেই কুলদীপ যাদব ফের নিজেকে প্রমাণ করলেন। তার স্পিনের ভেলকিতে নাজেহাল হয় প্রোটিয়া ব্যাটাররা।
advertisement
5/5
এই প্রতিবেদন লেখা পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্কোর ১৩৬ রানে ৫ উইকেট। বুমরাহ ৩ ও কুলদীপ ২টি উইকেট নিয়েছেন। এখনও পর্যন্ত প্রথম দিনে ম্যাচের রাশ ভারতের অনুকুলে।