Team India: ভারতীয় দলের 'অধিনায়কত্বে' বদল! কে পেল বড় দায়িত্ব? চমকে দেওয়া নাম!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India Squad Announce For IND vs WI Test Series: আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে একাধিক প্লেয়ারের বদলের পাশাপাশি অধিনায়কত্বের ডিপার্টমেন্টেও বড়সড় বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
1/6

আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে একাধিক প্লেয়ারের বদলের পাশাপাশি অধিনায়কত্বের ডিপার্টমেন্টেও বড়সড় বদল করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
advertisement
2/6
শুভমান গিলের নেতৃত্বে ওয়েস্টইন্ডিজ ফরে খেলবে ভারতীয় দল। তবে, সহ অধিনায়কত্বে বড়সড় বদল এনেছে বোর্ড। ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন ঋষভ পন্থ। তিনি চোটের কারণে ছিটকে যাওয়ার পর দায়িত্ব সামসেছিলেন কেএল রাহুল।
advertisement
3/6
ওয়েস্ট বিরুদ্ধে টেস্ট সিরিজে জসপ্রীত বুমরাহ খেলবেন বলে আগেই জানিয়ে দিয়েছিল। ফলে মনে করা হচ্ছিল বুমরাহ বা রাহুলের মধ্যে একজনকেই সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হবে।
advertisement
4/6
কিন্তু আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সহ-অধিনায়ক হিসেবে ৩৬ বছর বয়সী অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছে বিসিসিআই।
advertisement
5/6
জাদেজা বর্তমানে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিং-এ শীর্ষে রয়েছেন এবং কয়েক মাস আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন। তারই সুফল পেলেন তারকা অলরাউন্ডার।
advertisement
6/6
জাদেজা কখনও ভারতের অধিনায়ক হননি, তবে কয়েক মাস আগে প্রাক্তন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। সেই স্বপ্ন কিছুটা পূরণ হল জাড্ডু।