IND vs SA: ডোনাকে নিয়ে ইডেনে খেলা দেখলেন সৌরভ, বুমরাহকে নিয়ে করলেন বড় মন্তব্য
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
IND vs SA 1st Test: ইডেনে প্রথম দিনই সস্ত্রীক হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে উপভোগ করেন ভারতের দুরন্ত বোলিং। একইসঙ্গে বুমরাহের ফাইফারের ভূয়সী প্রশংসা করলেন দাদা। একইসঙ্গে মুখ খুললেন ম্যাচের একাধিক বিষয়ে।
advertisement
1/5

ইডেনে প্রথম দিনই সস্ত্রীক হাজির সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে উপভোগ করেন ভারতের দুরন্ত বোলিং। একইসঙ্গে বুমরাহের ফাইফারের ভূয়সী প্রশংসা করলেন দাদা। একইসঙ্গে মুখ খুললেন ম্যাচের একাধিক বিষয়ে।
advertisement
2/5
বুমরা কে নতুন করে কিছু বলার নেই। ওর দক্ষতা এবং প্রতিভা সব সময় স্পেশাল। আর এই দক্ষতা এবং প্রতিভা থাকলে যে কোন উইকেটেই সফল হওয়া যায়। যে কাজটা ও নিয়মিত করে যাচ্ছে। তাই ২৭ রানে ৫ উইকেট নেওয়াটা আলাদা করে আর বলার কিছু প্রয়োজন পড়ে না।
advertisement
3/5
ভারতীয় দলের চারজন স্পিনার খেলানো অবাক নন সৌরভ। সৌরভের মতে, চারজন স্পিনার খেললেও ২ জন প্রকৃত অলরাউন্ডার রয়েছে। অর্থাৎ তাদের স্পিনার হিসেবে দেখার পাশাপাশি ব্যাটসম্যান হিসেবে দেখতে হবে। তাই কোনোভাবেই চার স্পিনার দেখে অবাক নন সৌরভ।
advertisement
4/5
ইডেনের উইকেট প্রসঙ্গে সৌরভ বলেন, বল খুব একটা ঘুরছে না। একটু স্লো উইকেট হলেও ব্যাটিং করা খুব কঠিন নয়। সাউথ আফ্রিকার আরেকটু ধৈর্য্য়শীল ব্যাটিং করা উচিত ছিল। মাঝেমধ্যে বল পড়ে লাফাচ্ছে বা গড়িয়ে যাচ্ছে প্রসঙ্গে বলতে গিয়ে সৌরভ বলে, ইডেনের উইকেট এটা স্বাভাবিক ঘটনা। এক্সট্রা সুইং কিংবা বাউন্স এই উইকেট থেকে ফাস্ট বোলাররা পান।
advertisement
5/5
ম্যাচ কত দিন চলবে সেই প্রশ্নের উত্তরে বলেন, পুরোটাই নির্ভর করছে ভারতের ব্যাটিং এর উপর। তবে প্রথমদিন টেস্ট ম্যাচে প্রায় 40 হাজার দর্শক উপস্থিত দেখে আপ্লুত মহারাজ। শনি-রবিবার আরো বেশি মানুষ আসবেন বলেই বিশ্বাস করেন সিএবি সভাপতি।