TRENDING:

IND vs PAK: একেই বলে বদলা! মাঠেই রউফকে তাঁর স্টাইলেই যোগ্য জবাব দিলেন বুমরাহ, ভাইরাল ভিডিও

Last Updated:

Jasprit Bumrah Aeroplane Celebration: ম্যাচের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল জাসপ্রীত বুমরাহর প্রতিক্রিয়া, যখন তিনি হ্যারিস রউফকে বোল্ড করার পর এক ব্যতিক্রমী সেলিব্রেশনে মেতে ওঠেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রবিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ভারত ও পাকিস্তান মুখোমুখি হয় ফাইনালে। ম্যাচের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল জাসপ্রীত বুমরাহর প্রতিক্রিয়া, যখন তিনি হ্যারিস রউফকে বোল্ড করার পর এক ব্যতিক্রমী সেলিব্রেশনে মেতে ওঠেন। রউফকে আউট করার পর বুমরাহ ‘বিমান ভূপতিত হওয়ার’ ইঙ্গিত করেন, যা রউফের এর আগের বিতর্কিত সেলিব্রেশনের পাল্টা জবাব হিসেবে ধরা হচ্ছে।
News18
News18
advertisement

১৮তম ওভারে দুর্দান্ত এক ইয়র্কারে রউফের অফ স্টাম্প ছিটকে দেন বুমরাহ। এরপর তিনি রউফের ‘ডাইভিং বিমান’ সেলিব্রেশনের নকল করে বিদায় জানান হ্যারিস রউফকে। যা মুহূর্তেই সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দর্শকদের অনেকেই বিষয়টিকে মজার হিসেবে নিলেও এর পেছনে ছিল অতীতের একটি ঘটনাবলি, যা ভারতীয় সমর্থকদের কাছে বেশ স্পর্শকাতর।

গত সপ্তাহে সুপার ফোরের ম্যাচে, পাকিস্তান যখন ভারতের বিরুদ্ধে বড় ব্যবধানে হারে, তখন হ্যারিস রউফ বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিলেন। সেই সময় ভারতীয় দর্শকেরা ‘কোহলি-কোহলি’ স্লোগান দিতে থাকেন, যেটা ছিল ২০২২ বিশ্বকাপে কোহলির ম্যাচ জেতানো ছয়ের স্মরণে। বিরক্ত রউফ তখন বিতর্কিত ‘৬-০’ এবং বিমান ভূপতিত হওয়ার ভঙ্গি করেন — যা অনেকেই পাকিস্তানের পুরনো যুদ্ধ-সম্পর্কিত দাবির ইঙ্গিত হিসেবে দেখেন।

advertisement

এই আচরণ ভারতীয় সমর্থকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করে এবং বিসিসিআই আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। অভিযোগে বলা হয়, রউফের আচরণ ভারতের মানুষের অনুভূতিতে আঘাত হেনেছে। এর পরিপ্রেক্ষিতে আইসিসি রউফের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাঁর ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা করে।

advertisement

আরও পড়ুনঃ Kuldeep Yadav: কুলদীপের ভেলকিতে নাকানিচোবানি খেল পাকিস্তান! ৩টি বিশ্বরেকর্ড ভারতীয় স্পিনারের ঝুলিতে

ফাইনাল ম্যাচে এই প্রতিশোধমূলক মুহূর্ত কেবল খেলার উত্তেজনাই নয়, বরং দুই দেশের ক্রিকেট-রাজনীতির জটিল সম্পর্ককেও সামনে এনে দেয়। বুমরাহর সেলিব্রেশন ছিল শান্ত, তীব্র এবং তাৎপর্যপূর্ণ — যা বুঝিয়ে দেয়, মাঠের খেলায় উত্তরের ভাষা ব্যাট-বলের মাধ্যমেই দেওয়া যায়।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: একেই বলে বদলা! মাঠেই রউফকে তাঁর স্টাইলেই যোগ্য জবাব দিলেন বুমরাহ, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল