Kuldeep Yadav: কুলদীপের ভেলকিতে নাকানিচোবানি খেল পাকিস্তান! ৩টি বিশ্বরেকর্ড ভারতীয় স্পিনারের ঝুলিতে

Last Updated:
Kuldeep Yadav Creates History Becomes Highest Wicket Taker In Asia Cup: এশিয়া কাপের ফাইনালে দুরন্ত বোলিং করে নতুন ইতিহাস রচনা করলেন কুলদীপ যাদব। এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন চায়নাম্যান স্পিনার।
1/5
এশিয়া কাপের ফাইনালে দুরন্ত বোলিং করে নতুন ইতিহাস রচনা করলেন কুলদীপ যাদব। ৪ ওভারে ৩০ রান দিয় ৪ জন পাকিস্তানি ব্যাটারের উইকেট শিকার করে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন চায়নাম্যান স্পিনার।  (Photo-AP)
এশিয়া কাপের ফাইনালে দুরন্ত বোলিং করে নতুন ইতিহাস রচনা করলেন কুলদীপ যাদব। ৪ ওভারে ৩০ রান দিয় ৪ জন পাকিস্তানি ব্যাটারের উইকেট শিকার করে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন চায়নাম্যান স্পিনার। (Photo-AP)
advertisement
2/5
সাইম আয়ূবকে আউট করে নিজের উইকেটের খাতা খোলেন কুলদীপ যাদব। এরপর ১৭তম ওভারে ৩টি উইকেট নেন ভারতীয় স্পিনার। সাজঘরে ফেরত পাঠান সমলম আলি আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরফকে। (Photo-AP)
সাইম আয়ূবকে আউট করে নিজের উইকেটের খাতা খোলেন কুলদীপ যাদব। এরপর ১৭তম ওভারে ৩টি উইকেট নেন ভারতীয় স্পিনার। সাজঘরে ফেরত পাঠান সমলম আলি আঘা, শাহিন আফ্রিদি ও ফাহিম আশরফকে। (Photo-AP)
advertisement
3/5
এর আগে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন লাসিথ মালিঙ্গা। ৩৩টি উইকেট ছিল শ্রীলঙ্কার প্রাক্তন পেসারের দখলে। ফাইনালের আগে কুলদীপের উইকেট ছিল ৩২। ফাইনালে বোলিংয়ের পর ৩৬ উইকেট নিয়ে শীর্ষে কুলদীপ যাদব। (Photo-AP)
এর আগে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন লাসিথ মালিঙ্গা। ৩৩টি উইকেট ছিল শ্রীলঙ্কার প্রাক্তন পেসারের দখলে। ফাইনালের আগে কুলদীপের উইকেট ছিল ৩২। ফাইনালে বোলিংয়ের পর ৩৬ উইকেট নিয়ে শীর্ষে কুলদীপ যাদব। (Photo-AP)
advertisement
4/5
এছাড়া একটি নির্দিষ্ট এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার নজিরও নিজের নামে করেছেন কুলদীপ যাদব। এর আগে ইরফান পাঠানের ১৪টি উইকেট ছিল। কুলদীপ এই এশিয়া কাপে নিয়েছেন ১৭ উইকেট। (Photo-AP)
এছাড়া একটি নির্দিষ্ট এশিয়া কাপে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী হওয়ার নজিরও নিজের নামে করেছেন কুলদীপ যাদব। এর আগে ইরফান পাঠানের ১৪টি উইকেট ছিল। কুলদীপ এই এশিয়া কাপে নিয়েছেন ১৭ উইকেট। (Photo-AP)
advertisement
5/5
এছাড়া এশিয়া কাপের ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার নিরিখেও যৌথভাবে শীর্ষস্থানে উঠে এলেন কুলদীপ যাদব। কুলদীপ ও শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার অজন্তা মেন্ডিস দুজনেই এক এশিয়া কাপে ১৭টি করে উইকেট নিয়েছেন। (Photo-AP)
এছাড়া এশিয়া কাপের ইতিহাসে এক মরশুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার নিরিখেও যৌথভাবে শীর্ষস্থানে উঠে এলেন কুলদীপ যাদব। কুলদীপ ও শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার অজন্তা মেন্ডিস দুজনেই এক এশিয়া কাপে ১৭টি করে উইকেট নিয়েছেন। (Photo-AP)
advertisement
advertisement
advertisement