Jasprit Bumrah Record: ইডেনের মাঠে বুম বুম বুমরাহ, ২০১৯-র পর ভারতের মাটিতে প্রথমবার ৫, গড়লেন একাধিক নজির
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah 5 Wicket Haul: ইডেনের মাঠে বোলিং ফাঁস দম আটকে দিলেন দক্ষিণ আফ্রিকার৷ বুমরাহের এদিনের পারফরম্যান্স ১৪ ওভারে ৫/২৭- যারমধ্যে ৫ টি মেডেন৷
advertisement
1/6

ঘরের মাঠে নিজের কেরিয়ারের ১৫তম টেস্ট খেলছেন জসপ্রীত বুমরাহ৷ দেশের মাটিতে ১৬.৫৫ গড়ে তাঁর শিকার ৫৯ বিপক্ষের ক্রিকেটার৷ এরমধ্যে রয়েছে ৩ বার পাঁচ উইকেটের কৃতিত্ব৷ যে বোলাররা ভারতের মাটিতে ৫০ উইকেট পেয়েছেন তাঁদের মধ্যে সেরা গড় বুমরাহেরই৷ Photo- AP
advertisement
2/6
২০১৮ সালে টেস্টে অভিষেক হয় বুমরাহের৷ তিন ধরনের ফর্ম্যাটের মধ্যেই তিনি অত্যন্ত খতরনাক এবং পাওয়ারফুল পেসার৷ ৫১ টি টেস্টে তাঁর শিকার ২৩১ টি উইকেট৷ তাঁর গড়ও অসম্ভব ঈর্ষনীয়- ১৯.৫২৷ ২০০ -উইকেট আছে এমন বোলাদের মধ্যে তাঁর গড় সবচেয়ে বেশি৷
advertisement
3/6
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯ টি টেস্ট খেলেছেন জসপ্রীত বুমরাহ৷ তাঁর এটি চতুর্থ পাঁচ উইকেটের কৃতিত্ব৷ ১৮.৯৭ গড়ে দক্ষিণ আফ্রিকার ৪৩ উইকেট নিয়েছেন তিনি৷
advertisement
4/6
বুমরাহের এদিনের পারফরম্যান্স ১৪ ওভারে ৫/২৭- যারমধ্যে ৫ টি মেডেন৷ এদিনের ১৬ তম ঘরের মাঠের টেস্টে ৫ উইকেট নেওয়ায় বুমরাহ সমান হলেন চন্দ্রশেখরের সঙ্গে৷ তাঁর সামনে রয়েছেন, রবিচন্দ্রন অশ্বিন (৩৭), অনিল কুম্বলে (৩৫), হরভজন সিং (২৫), কপিল দেব (২৩)৷
advertisement
5/6
ম্যাচের প্রথমদিনে পাঁচ উইকেট নেন তিনি এর আগে কোনও ম্যাচের ওপেনিংয়ে- ২০১৯ এ পাঁচ উইকেট নিয়েছিলেন ইশান্ত শর্মা৷
advertisement
6/6
শুক্রবার ইডেন গার্ডেন্সে শুরুটা মন্দ করেনি ভারত৷ একটা সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল কোনও উইকেট না খুইয়ে ৫৭৷ অন্যদিকে ১৫৯ রানেই অলআউট হয়ে যায় তারা৷ এর কৃতিত্ব মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেলদেরও৷ তবে সামনে থেকে বোলিং ব্রিগেডকে নেতৃত্ব দেন সামনে থেকে৷ তিনিই নেন পাঁচ উইকেট৷