ময়ঙ্ক আগরওয়াল: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে
পুরো নাম: ময়ঙ্ক অনুরাগ আগরওয়াল
জন্ম: ১৬ ফেব্রুয়ারি ১৯৯১
উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
জাতীয়তা: ভারতীয়
ক্রীড়াবিদ: ডান-হাতি ব্যাটার, ডান-হাতি অফ-ব্রেক বোলার
পরিবার:
পিতা: অনুরাগ আগরওয়াল
মাতা: সবিতা গোয়েল আগরওয়াল
দাদা: রাজ কিষাণ আগরওয়াল
স্ত্রী: অশিতা সুদ
ময়ঙ্ক আগরওয়াল জন্মেছেন বেঙ্গালুরুতে। তাঁর একটি দাদা রয়েছে, যাঁর নাম রাজ কিষাণ আগরওয়াল। স্টেট লেভেলে ক্রিকেট খেলতেন রাজ কিষাণ। ময়ঙ্ক এবং অশিতা ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
কেরিয়ারের সূচনা:
২০১০ সালে ঘরোয়া ক্রিকেটে কেরিয়ার শুরু করেন ময়ঙ্ক। ২০১৩ সালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথম শ্রেণীর ম্যাচে অভিষেক হয় তাঁর। ২০১৪-১৫ সালে ফিটনেসের সমস্যায় ভুগছিলেন ময়ঙ্ক। সেই কঠিন সময় থেকে বেরিয়ে এসে ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে মহারাষ্ট্রের বিরুদ্ধে কর্নাটকের হয়ে ব্যাট করার সময় ট্রিপল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। ২০১৭-১৮ রঞ্জি ট্রফিতে শীর্ষস্থানীয় রান স্কোরার ছিলেন ময়ঙ্কই। ২০১৭-১৮ বিজয় হাজারে ট্রফিতেও শীর্ষস্থানীয় রান করেছিলেন তিনি। ২০১৭-১৮ ঘরোয়া ম্যাচে ময়ঙ্ক ২১৪১ রান করেন, যা ভারতীয় ঘরোয়া ম্যাচে সর্বোচ্চ রান ছিল। রঞ্জি ও বিজয় হাজারে ট্রফিতে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের পরে, ২০১৮-১৯ দেওধর ট্রফির জন্য ইন্ডিয়া-বি স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল তাঁর।
আন্তর্জাতিক মঞ্চে উত্থান:
২০১৮ সালের ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলার ডাক পড়ে ময়ঙ্কের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্ট সিরিজে তাঁকে স্কোয়াডে রাখা হয়। এই সিরিজে কোনও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ২০১৮ সালের অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক টেস্টে অভিষেক হয়। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ৭৬ রান করেন। ভারতীয় হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের দত্তু ফড়করের ৭১ বছরের রেকর্ড ভেঙে এক নতুন রেকর্ড গড়েন ময়ঙ্ক। বিজয় শঙ্করের চোটের কারণে ২০১৯ সালের বিশ্বকাপে তাঁর পরিবর্তে দলে সুযোগ পান ময়ঙ্ক।
২০২০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে ফরম্যাটে ওপেনার হিসেবে অভিষেক হয় ময়ঙ্ক আগরওয়ালের। এই ম্যাচে তিনি মাত্র ৩১ বলে ৩২ রান করেছেন।
আইপিএল কেরিয়ার:
আইপিএলের ময়দানেও ময়ঙ্ক তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য বিখ্যাত। ২০১১ সালে আইপিএল-এর জন্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনে নিয়েছিল তাঁকে। ২০১৪ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছেন তিনি। এর পর ২০১৭ সাল থেকে রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে খেলেন ময়ঙ্ক। ২০১৭-১৮ ঘরোয়া ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের পর ২০১৮ সালের আইপিএলের জন্য অনেক আইপিএল দল তাঁকে কিনতে আগ্রহী ছিল। অবশেষে আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাব দল কেনে তাঁকে। পঞ্জাব দলে কেএল রাহুলের সঙ্গে ওপেন করে একাধিক বার বোর্ডে বড় স্কোর দাঁড় করিয়েছেন ময়ঙ্ক। ২০২২ সালের মেগা নিলামে কেএল রাহুল অন্য দলে চলে যাওয়ার পর পঞ্জাব দলের অধিনায়কত্বের ভার ময়ঙ্কের কাঁধে সঁপে দেওয়া হয়।
রেকর্ড:
পুরস্কার: