জলের বোতলে অ্যাসিড! সেটাই গলায় ঢালেন! মায়াঙ্ক আগরওয়ালের ঘটনায় বড় 'রহস্য'

Last Updated:

Mayank Agarwal: কী করে অ্যাসিড গলায় ঢাললেন ভারতীয় ক্রিকেটার! তাঁকে কি খুনের ছক হয়েছিল? হবে তদন্ত।

আগরতলা: ইন্ডিগোর বিমান 6E 5177-এ করে দিল্লি যাওয়ার কথা ছিল তাঁর। কর্নাটকের হয়ে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ম্যাচ খেলার পর দিল্লির উদ্দেশে রওনা হয়েছিল ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। তাঁর সঙ্গে ছিল গোটা দল।
মাঝআকাশে জল ভেবে অ্যাসিড গলায় ঢেলে ফেলেন মায়াঙ্ক। আর তার পরই ভয়ঙ্কর জ্বালা শুরু হয় তাঁর গলায়। মায়াঙ্ক এখন বিপন্মুুক্ত। এই ঘটনার তদন্তের দাবিতে তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। কী করে ফ্লাইটের সিট পকেটে অ্যাসিডের বোতল এল, তা তদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- EB vs MB: শনিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি,কোথায় মিলবে টিকিট?দাম কত?রইল সব তথ্য
কর্নাটক দলের ম্যানেজার রমেশ জানিয়েছেন, ফ্লাইট টেক অফ করার আগে সিটের পাশে রাখা বোতল থেকে জলের বদলে অ্যাসিড গলায় ঢালেন মায়াঙ্ক। এক সেকেন্ডে বুঝে যান, তিনি জলের বদলে অন্য কিছু পান করেছেন। সঙ্গে সঙ্গে ওয়াশরুমে যান তিনি। তার পর ব্যাপারটা জানান বিমানসেবিকাদের।
advertisement
advertisement
এরপর ভয়ঙ্কর জ্বালা শুরু হয় তাঁর গলায়। বিমানসেবিকারা ঘোষণা করে জানতে চান, বিমানে কোনও ডাক্তার আছেন কি না! তবে সেই বিমানে কোনও ডাক্তার ছিলেন না। এর পর পাইলটকে ব্যাপারটা জানানো হয়।
আরও পড়ুন- সানিয়াকে তালাক, তিন নম্বর বিয়ে! এই প্রথম মুখ খুললেন শোয়েব মালিক, দিলেন ‘জবাব’
বিমানবন্দরের চিকিৎসকরা জানান, মায়াঙ্কের যা পরিস্থিতি তাতে তাঁকে স্রেফ প্রাথমিক চিকিৎসা করলে লাভ হবে না। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। মায়াঙ্ক আপাতত আগের থেকে অনেকটা ভাল আছেন। তবে তিনি আপাতত কয়েকদিন কথা বলতে পারবেন না।
বাংলা খবর/ খবর/খেলা/
জলের বোতলে অ্যাসিড! সেটাই গলায় ঢালেন! মায়াঙ্ক আগরওয়ালের ঘটনায় বড় 'রহস্য'
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement