

রুদ্ধশ্বাস ম্যাচ ! রবিবার দিল্লি ক্যাপটালস বনাম কিংস ইলেভেন পঞ্জাবের ম্যাচের ফয়সালা হল সুপার ওভারে ৷ রাবাদার দাপটে শেষ হাসি হাসল দিল্লি ডেয়ারডেভিলস ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI


প্রায় হারা ম্যাচ একসময়ে কিংস ইলেভেনকে জিতিয়েই দিচ্ছিলেন ময়াঙ্ক আগরওয়াল ৷ ১৫৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দলের টপ অর্ডারের বাকি ব্যাটসম্যানরা যখন ফেল ৷ তখন কিংস ইলেভেনের একা কুম্ভ ময়াঙ্ক ৷ ৬০ বলে ৮৯ রান করেন ৷ দলের দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক কেএল রাহুল ২১ রান ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI


টাই হওয়ার পর ম্যাচ যখন সুপার ওভারে গড়ায়, তখন প্রত্যেকে ধরেই নিয়েছিলেন কিংস ইলেভেনের হয়ে ব্যাট করতে নামবেন রাহুল এবং ময়াঙ্ক ৷ কিন্তু সবাইকে চমকে দিয়ে রাহুলের সঙ্গে ব্যাট করতে নামেন নিকোলাস পুরাণ ! সুপার ওভারে প্রথমে ব্যাট করে মাত্র ২ রানই স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় কিংস ইলেভেন ৷ ম্যাচ জেতার জন্য ৩ রান অনায়াসেই তুলে নেয় দিল্লি ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI


এখন প্রশ্ন সবার একটাই ৷ যে ময়াঙ্ক এত ভাল ছন্দে ছিলেন ৷ তাঁকে না নামিয়ে সুপার ওভারে হঠাৎ নিকোলাস পুরাণ কেন ? এর জন্য সবার রাগই গিয়ে পড়েছে কিংস ইলেভেন পঞ্জাবের কোচ অনিল কুম্বলের উপরে ৷ সুপার ওভারের মতো ‘ডু অর ডাই’ অবস্থায় কিংস ইলেভেন ম্যানেজমেন্টের এমন অদ্ভূত সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কেউই ৷ Photo Courtesy: IPLT20.com/BCCI