এবার অরেঞ্জ আর্মি সানরাইজার্স হায়দরাবাদে মায়াঙ্ক আগরওয়াল, হতে পারেন অধিনায়ক

Last Updated:

আইপিএল ২০২৩-এর আগে মায়াঙ্ককে রিটেন করলেও নিলামের আগে তাকে রিলিজ করে দেয় পঞ্জাব কিংস। আর নিলামে দড়ি টানাটানির পর মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

#কোচি: আইপিএলের নতুন মরসুমে নতুন দলের হয়ে খেলতে দেখা যাবে তারকা ভারতীয় ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে। গত মরসুম পর্যন্ত পঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন মায়াঙ্ক। তবে গত মরসুমটা ব্যাট হাতে খুব একটা ভালো যায়নি তার। অধিনায়ক হিসেবেও দলকে সাফল্য এনে দিতে পারেনি। আইপিএল ২০২৩-এর আগে মায়াঙ্ককে রিটেন করলেও নিলামের আগে তাকে রিলিজ করে দেয় পঞ্জাব কিংস। আর নিলামে দড়ি টানাটানির পর মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ।
এক দশকের বেশি সময় ধরে আইপএলে খেলছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, দিল্লি ডেয়ারডেভিলস, রাইজিং পুনে সুপারজায়ান্টস এবং পঞ্জাব কিংসের পর এবার সানরাইজার্স হায়গরাবাদের হয়ে খেলবেন মায়াঙ্ক। কোচিতে মিনি নিলামে মায়াঙ্ক আগরওয়ালকে দড়ি টানাটানি হয় আরসিবি, সিএসকে এবং হায়দরাবাদের মধ্যে। মায়াঙ্কের বেস প্রাইস ছিল ১ কোটি। আরসিবি, সিএসকে এবং হায়দরাবাদ। আরসিবি মাঝপথে লড়াই থেকে সরে দাঁড়ালেও জোর দর হাকা হাকি হয় সানরাজার্স ও সিএসকের মধ্যে। শেষ পর্যন্ত ৮.২৫ কোটি টাকায় মায়াঙ্ক আগরওয়ালকে দলে নেয় অরেঞ্জ আর্মি।
advertisement
মায়াঙ্ককে পঞ্জাব রিলিজ করার পর থেকেই তাকে নিয়েযে নিলামে লড়াই হবে সেটা আন্দাজ করা গিয়েছিল। সানরাইজার্স হায়দরাবাদে গিয়ে খুশি ভারতী তারকা। জানিয়েছেন, সানরাইজার্স হায়দরাবাদ দলে নেওয়ায় খুব খুশি। ব্রায়ান লারা, মুথাইয়া মুরলীধরনের মত তারকাদের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন মায়াঙ্ক। মাঠে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন মায়াঙ্ক আগরওয়াল।
advertisement
advertisement
প্রসঙ্গত, আপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১১৩টিম্যাচে খেলে ২৩২৭ রান করেছেন মায়াঙ্ক আগরওয়াল। রয়েছে একটি শতরান ও ১২টি শতরান। সর্বোচ্চ স্কোর ১০৬। মায়াঙ্ককে দলে নিতে পেরে খুশি অরেঞ্জ আর্মি। মায়াঙ্ক আগরওয়ালকে অধিনায়ক করার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এবার অরেঞ্জ আর্মি সানরাইজার্স হায়দরাবাদে মায়াঙ্ক আগরওয়াল, হতে পারেন অধিনায়ক
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement