Ind vs Eng: নেটে অনুশীলনের সময় মহম্মদ সিরাজের সজোরে বাউন্সার লাগল মাথায়, তারপর...

Last Updated:

কনকাশন হয়েছে ভারতীয় ক্রিকেটারের৷ এই নিয়ে প্রথম টেস্টের আগে মোট চারজন ক্রিকেটার চোটের কবলে৷

#লন্ডন: ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলের বিপদ কাটার নাম করছে না৷ ভারতের আরও এক ক্রিকেটার চোট পেয়ে নটিংহ্যামে দু দিন বাদে শুরু হতে চলা টেস্ট থেকে ছিটকে গেলেন৷ সোমবার ওপেনার ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal Ruled Out) অনুশীলনের সময় চোট পান৷ ময়ঙ্ক নেটে অনুশীলনের সময় চোট পান৷ নেটে তখন বল করছিলেন জোরে বোলার মহম্মদ সিরাজ (Mohammed Siraj Bouncer)৷ তাঁর বাউন্সার সজোরে মাথায় লাগে ৷ তারপরেই মাটিতে পড়ে যান তিনি৷ এরপরেই প্রথম টেস্ট থেকে ছিটকে যান ময়ঙ্ক৷ ময়ঙ্ক যে প্রথম টেস্ট থেকে বাদ হয়েছেন এই খবর বিসিসিআই জানিয়ে দিয়েছে৷
বিসিসিআই নিজেদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ওপেনিং ব্যাটসম্যান ময়ঙ্ক আগরওয়াল  (Mayank Agarwal Injured) ব্যাটিং অনুশীলন করার সময় চোট পেয়েছেন৷ ময়ঙ্কের মাথায় বল লেগেছে৷ বিসিসিআইয়ের মেডিক্যাল দল ময়ঙ্ককে পরীক্ষা করে দেখেছেন৷ তাঁর কনকাশন টেস্টও হয়৷ তাঁর মধ্যে কনকাসনের লক্ষণ দেখা গেছে৷ তারপরেই তাঁকে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হয়৷ ময়ঙ্কের অবস্থা এখন স্থিতিশীল, তাঁকে মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে৷
advertisement
এই নিয়ে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্টের আগে চতুর্থ ক্রিকেটার চোট পেলেন৷ ৪ অগাস্ট থেকে শুরু হবে খেলা৷ শুভমন গিল, ওয়াশিংটন সুন্দর এবং আবেশ খান আগেই চোট পেয়েছিলেন৷ এঁরা পুরো সিরিজ থেকেই বেরিয়ে গেছেন৷ এদিকে এখনও অবধি ময়ঙ্ক আগরওয়াল প্রথম টেস্টে খেলবেন না সেটা নিশ্চিত হয়েছে৷ শুভমান ও ওয়াশিংটনের পরিবর্ত হিসেবে ইংল্যান্ডে সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ যাচ্ছেন৷ তাঁদের তৃতীয় টেস্ট থেকে পাওয়া যাবে৷
advertisement
advertisement
ময়ঙ্কের চোট ভারতীয় দলের বড় ধাক্কা৷ কারণ তিনি ভালো ফর্মে ছিলেন৷ অনুশীলনে অল্পের জন্য অর্ধশতরান করতে পারেননি তিনি৷ ২৮ বলে ৪৭ রান করেন৷ ময়ঙ্ক প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়ায় ভারতীয় দলের জন্য বড় সমস্যা হল৷ প্রথম টেস্টে আবার নতুনভাবে কম্বিনেশন ভাবতে হবে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ককে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Eng: নেটে অনুশীলনের সময় মহম্মদ সিরাজের সজোরে বাউন্সার লাগল মাথায়, তারপর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement