অধিনায়ক চেয়েছিলেন, কথা রাখলেন ময়াঙ্ক, দ্বিশতরানের অনবদ্য ইনিংস

Last Updated:

৩৩০ বলে ২৪৩ রান করেন ময়াঙ্ক আগরওয়াল ৷

#ইনদওর : অধিনায়কের বার্তা এল তরুণ ক্রিকেটারের জন্য ৷ ক্যামেরার নজর এড়ালো না বার্তা ৷ সঙ্গে সঙ্গে সাড়া দিলেন মাঠে থাকা ক্রিকেটারও ৷ তবে এইসবকে ছাপিয়ে গেল ময়াঙ্ক আগরওয়াল ৷ নিজের অষ্টম টেস্টে দ্বিতীয় দ্বি শতরান করে ফেললেন ময়াঙ্ক ৷ গত মাসে দক্ষিণ আফ্রিকা-র বিরুদ্ধে ২১৫ রান করেছিলেন ভাইজাগে ৷ তারপর আবার দ্বিশতরান বাংলাদেশের বিরুদ্ধে ৷
৩৩০ বলে ২৪৩ রান করেন ময়াঙ্ক  আগরওয়াল ৷ তাঁর অনবদ্য ইনিংস সাজানো ২৮ টি চার ও ৮ টি ছয় দিয়ে ৷
advertisement
advertisement
গত বছরেই টেস্ট অভিষেক ঘটেছে তরুণ ময়াঙ্ক আগরওয়ালের ৷ এরইমধ্যে নিজের তিনটি শতরান সেরে ফেললেন তিনি ৷ টেস্টে এখনও অবধি ক্রিকেটের সেরা ফর্ম্যাট ৷ আর মাত্র আটটি ইনিংস খেলেই তিনটি শতরান করে ফেললেন তিনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে ইনদওরে প্রথম টেস্ট চলাকালীন এই শতরান ব্যাগে ঢোকালেন তিনি ৷
এবাদত হোসেনের বলে সহজে ফ্লিক করে ২ রান নিয়ে নেন ৷ তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার দিয়ে আর আছে একটি ছয় রয়েছে ৷ এদিনের ইনিংসে বাংলাদেশ অবশ্য সুযোগ পেয়েছিল ময়াঙ্ককে আউট করার ৷ কিন্তু ওপেনারের ভাগ্য এদিন তার সঙ্গে ছিল ৷ ৩২ রানে ইমরুল কায়েস সিটার ড্রপ করেন ৷ ২৮ বছর বয়সীকে একবার এলবিডাব্লু দেওয়া হয়েছিল , কিন্তু ভারতীয় দল ডিআর এস নিয়ে তাঁকে ফিরিয়ে আনে ৷
advertisement
এদিকে শতরানের পর নিজের ক্রিকেটারকে উৎসাহ দেন অধিনায়ক বিরাট কোহলি ৷ তারপর তিনি ২০০ রান করার জন্য উৎসাহিত করেন কোহলি ৷ কোহলির বার্তার উত্তরে ময়াঙ্কও নিজের বুড়ো আঙুল তুলে সহমতের বার্তা দেন ৷ দেখে নিন সেই দারুণ মুহূর্তের ভিডিও ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
অধিনায়ক চেয়েছিলেন, কথা রাখলেন ময়াঙ্ক, দ্বিশতরানের অনবদ্য ইনিংস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement