Viral Video: পিঙ্কবল টেস্টে ময়ঙ্ক আগরওয়ালের আউট নিয়ে বাইশ গজে চূড়ান্ত নাটক

Last Updated:

জের ঘরে প্রথম টেস্ট খেলতে থাকা ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান৷

 india vs sri lanka: 2nd test Mayank Agarwal was run out after lbw appeal discarded by umpire on no ball watch viral video
india vs sri lanka: 2nd test Mayank Agarwal was run out after lbw appeal discarded by umpire on no ball watch viral video
#বেঙ্গালুরু: ভারত বনাম শ্রীলঙ্কার  (Ind vs SL) মধ্যে পিঙ্ক বল টেস্ট  (Pink Ball Test) বেঙ্গালুরুতে খেলা হচ্ছে৷ এই ম্যাচে ভারত অধিনায়ক রোহিত শর্মা টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন৷ রোহিত শর্মা, ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে ইনিংস শুরু করেন৷ কিন্তু নিজের  ঘরে প্রথম টেস্ট খেলতে থাকা ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)মাত্র ৪ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান৷ আসলে তিনি যেভাবে আউট হয়েছেন তা টেস্ট ক্রিকেট খুব কমই দেখা যায়৷ তিনি নো বলে এলবিডাব্লু হয়ে যান৷ তাতে তাই তাঁকে আউট দেওয়া যায়নি কিন্তু সেই একই বলে তিনি রান আউট হওয়া থেকে বাঁচতে পারেননি৷ আপনাদের বলা যাক কী ভাবে ময়ঙ্ক আগরওয়াল এল বি ডাব্লু থেকে বেঁচে গেলেও রান আউট থেকে বাঁচতে পারলেন না৷
শ্রীলঙ্কার জোরে বোলার বিশ্বা ফার্নান্ডো ভারতের প্রথম ইনিংসের দ্বিতীয় ওভার খেলা হচ্ছিল৷ সেই ওভারের চতুর্থ বলে এই নাটক হয়৷ যা সোশ্যাল মিডিয়ায় জোর চর্চার বিষয় হয়ে গেছে৷  আসলে ফার্নান্দো এই ব সোজা ময়ঙ্কের প্যাডে গিয়ে বল লাগে৷ বোলার আর শ্রীলঙ্কার ফিল্ডার এলবিডাব্লু -র জোরদার আবেদন করেন৷ কিন্তু আম্পায়র বলকে নো বল বলে ময়ঙ্ক আগরওয়ালকে নট আউট দেন৷ এই জীবনদানের ফায়দা উঠিয়ে ময়ঙ্ক লেগ বাই রান নিয়ে দৌড়ে যান৷ তিনি অর্ধেক পিচ অবধি দৌড়ে যান৷ কিন্তু অধিনায়ক রোহিত শর্মা এটা দেখে জয়বিক্রমা জোরে দৌড়ে বলের কাছে পৌঁছে যান৷ অধিনায়ক রোহিত শর্মা এইভাবে জয়বিক্রমাকে দেখে রান নেওয়া থেকে পিছনে সরে যান৷
advertisement
advertisement
দেখুন সেই আজব নাটকের ভাইরাল ভিডিও (Viral Video)
advertisement
এই ফায়দা উঠিয়ে জয়বিক্রমা বল উইকেটরক্ষককে ধরিয়ে দেন৷ আর তিনি উইকেটের বেল ফেলে দেন৷ এরই মধ্যে শ্রীলঙ্কা উইকেটরক্ষক নিরেশন ডিকেবেলা বেল ফেলে দেওয়ার পর ডিআরএসের ইশারা করেন৷
বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: পিঙ্কবল টেস্টে ময়ঙ্ক আগরওয়ালের আউট নিয়ে বাইশ গজে চূড়ান্ত নাটক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement