Viral News: বিয়ে করার পর জমিয়ে কাটছিল, কিন্তু দিন ২০ বাদেই স্ত্রীকে নিয়ে হল মোহভঙ্গ

Last Updated:
Viral News: পীড়িত মেহারাম অভিযোগ জানিয়েছেন ঠগিনী নতুন বউ ৫ লক্ষ টাকা এবং ৫০ তোলা রুপোর গয়না এবং ২ তোলা সোনার গয়না নিয়ে পালিয়ে যান৷
1/5
#বারমের: তেল, গ্যাস, কয়লা তোলার কারণে দ্রুত বদলে যাচ্ছে বারমের (Barmer) জেলার চরিত্র বদলাচ্ছে৷ লুটেরি দুলহন এবং তাঁদের দালালকা নিজেদের জাল একেবারে অন্যরকম করে বিছোচ্ছে৷ বারমের জেলার এক লুটেরি দুলহনের খবর ফের এল সামনে৷ এই ঠগিনী বউ ও তাঁর গ্রুপ ফের একবার এক পরিবারকে তাঁদের নিশানা বানিয়েছে৷ গুজরাতের বাসিন্দা ঠগিনী বউ নিজের স্বামীর বাড়িতে ২০ দিন ধরে ছিল৷ সেখানে লক্ষ লক্ষ টাকার নগদ. সোনা-রুপোর গয়না নিয়ে পালিয়ে যায়৷ পালিয়ে যাওয়া এই মহিলা এর আগেই বিবাহিত এমনকি তাঁর একটি কন্যা সন্তানও রয়েছে৷ কোতয়ালি পুলিশ মামলা দায়ের করে এই ঘটনার তদন্তে নেমে পড়েছে৷ কিন্তু এখনও অবধি ঠগিনী বউ এবং তাঁর দালালদের এখনও কোনও টিকি ধরতে পারেনি পুলিশ৷ Photo- Representative
#বারমের: তেল, গ্যাস, কয়লা তোলার কারণে দ্রুত বদলে যাচ্ছে বারমের (Barmer) জেলার চরিত্র বদলাচ্ছে৷ লুটেরি দুলহন এবং তাঁদের দালালকা নিজেদের জাল একেবারে অন্যরকম করে বিছোচ্ছে৷ বারমের জেলার এক লুটেরি দুলহনের খবর ফের এল সামনে৷ এই ঠগিনী বউ ও তাঁর গ্রুপ ফের একবার এক পরিবারকে তাঁদের নিশানা বানিয়েছে৷ গুজরাতের বাসিন্দা ঠগিনী বউ নিজের স্বামীর বাড়িতে ২০ দিন ধরে ছিল৷ সেখানে লক্ষ লক্ষ টাকার নগদ. সোনা-রুপোর গয়না নিয়ে পালিয়ে যায়৷ পালিয়ে যাওয়া এই মহিলা এর আগেই বিবাহিত এমনকি তাঁর একটি কন্যা সন্তানও রয়েছে৷ কোতয়ালি পুলিশ মামলা দায়ের করে এই ঘটনার তদন্তে নেমে পড়েছে৷ কিন্তু এখনও অবধি ঠগিনী বউ এবং তাঁর দালালদের এখনও কোনও টিকি ধরতে পারেনি পুলিশ৷ Photo- Representative
advertisement
2/5
পুলিশের কথা অনুসারে ভীমরার বাসিন্দা মেহারাম জাঠ গতবছর ২৪ নভেম্বর গুজরাতের অহমেদাবাদ নিবাসী মমতার সঙ্গে বিয়ে করেন৷ বারমের জেলার কাসরিয়ার বাসিন্দা দলাল জোগারাম বিয়ে করানোর জন্য মেহরামের থেকে ৩ লক্ষ টাকা নেন৷ বিয়ের ২০ দিন পরে মেহারাম মজুরি খাটতে বেরিয়েছিল৷ বাড়ি ফিরে দেখে তাঁর স্ত্রী মমতা বাড়িতে নেই৷ Photo- Representative
পুলিশের কথা অনুসারে ভীমরার বাসিন্দা মেহারাম জাঠ গতবছর ২৪ নভেম্বর গুজরাতের অহমেদাবাদ নিবাসী মমতার সঙ্গে বিয়ে করেন৷ বারমের জেলার কাসরিয়ার বাসিন্দা দলাল জোগারাম বিয়ে করানোর জন্য মেহরামের থেকে ৩ লক্ষ টাকা নেন৷ বিয়ের ২০ দিন পরে মেহারাম মজুরি খাটতে বেরিয়েছিল৷ বাড়ি ফিরে দেখে তাঁর স্ত্রী মমতা বাড়িতে নেই৷ Photo- Representative
advertisement
3/5
তিনি মমতার সঙ্গে যখন কথা বলেন তখন সে বলে, আমার আগেও বিয়ে হয়েছে এবং আমার বাচ্চাও আছে৷ ’’ এই শুনে মেহরামের পায়ের তলার মাটি সরে যায়৷ এরপর ঠকে যাওয়া মেহারাম পুলিশের কাছে গিয়ে তাঁর সঙ্গে হওয়া ভয়ানক ঘটনার বিবরণ দেন৷ পুলিশ আধিকারিক দ্রুত কাজ করেন এবং কোতয়ালির পুলিশকে মামলায় দায়ের করার নির্দেশ দেন৷ Photo- Representative
তিনি মমতার সঙ্গে যখন কথা বলেন তখন সে বলে, আমার আগেও বিয়ে হয়েছে এবং আমার বাচ্চাও আছে৷ ’’ এই শুনে মেহরামের পায়ের তলার মাটি সরে যায়৷ এরপর ঠকে যাওয়া মেহারাম পুলিশের কাছে গিয়ে তাঁর সঙ্গে হওয়া ভয়ানক ঘটনার বিবরণ দেন৷ পুলিশ আধিকারিক দ্রুত কাজ করেন এবং কোতয়ালির পুলিশকে মামলায় দায়ের করার নির্দেশ দেন৷ Photo- Representative
advertisement
4/5
পুলিশের কাছে কোতয়ালি থানায় ধোঁকা দেওয়ার কারণে মমতা, তাঁর দালাল জোগারাম এবং আহমেদাবাদ নিবাসী ২ জন আরও ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন৷ Photo- Representative
পুলিশের কাছে কোতয়ালি থানায় ধোঁকা দেওয়ার কারণে মমতা, তাঁর দালাল জোগারাম এবং আহমেদাবাদ নিবাসী ২ জন আরও ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন৷ Photo- Representative
advertisement
5/5
৫ লক্ষ টাকা এবং ৫০ তোলা রুপোর গয়না নিয়ে পালায় পীড়িত মেহারাম অভিযোগ জানিয়েছেন ঠগিনী নতুন বউ ৫ লক্ষ টাকা এবং ৫০ তোলা রুপোর গয়না এবং ২ তোলা সোনার গয়না নিয়ে পালিয়ে যান৷ এটাই প্রথম নয় যখন বারমেরে এইভাবে বিয়ের নামে ধোঁকা দেওয়ার ঘটনা ঘটল৷ এর আগেও এখান থেকে এইভাবে বহু পরিবারে ধোঁকা দেওয়ার ঘটনা ঘটল৷ Photo- Representative
৫ লক্ষ টাকা এবং ৫০ তোলা রুপোর গয়না নিয়ে পালায় পীড়িত মেহারাম অভিযোগ জানিয়েছেন ঠগিনী নতুন বউ ৫ লক্ষ টাকা এবং ৫০ তোলা রুপোর গয়না এবং ২ তোলা সোনার গয়না নিয়ে পালিয়ে যান৷ এটাই প্রথম নয় যখন বারমেরে এইভাবে বিয়ের নামে ধোঁকা দেওয়ার ঘটনা ঘটল৷ এর আগেও এখান থেকে এইভাবে বহু পরিবারে ধোঁকা দেওয়ার ঘটনা ঘটল৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement