Ind vs Ban: বাংলাদেশের চমৎকার ময়াঙ্ক আগরওয়াল, তৃতীয় শতরান সেরে নিলেন তরুণ ক্রিকেটার, দেখে নিন সেলিব্রেশন
Last Updated:
গত বছরেই টেস্ট অভিষেক ঘটেছে তরুণ ময়াঙ্ক আগরওয়ালের ৷
#ইনদওর : গত বছরেই টেস্ট অভিষেক ঘটেছে তরুণ ময়াঙ্ক আগরওয়ালের ৷ এরইমধ্যে নিজের তিনটি শতরান সেরে ফেললেন তিনি ৷ টেস্টে এখনও অবধি ক্রিকেটের সেরা ফর্ম্যাট ৷ আর মাত্র আটটি ইনিংস খেলেই তিনটি শতরান করে ফেললেন তিনি ৷ বাংলাদেশের বিরুদ্ধে ইনদওরে প্রথম টেস্ট চলাকালীন এই শতরান ব্যাগে ঢোকালেন তিনি ৷
এবাদত হোসেনের বলে সহজে ফ্লিক করে ২ রান নিয়ে নেন ৷ তাঁর ইনিংস সাজানো ১৫ টি চার দিয়ে আর আছে একটি ছয় রয়েছে ৷ এদিনের ইনিংসে বাংলাদেশ অবশ্য সুযোগ পেয়েছিল ময়াঙ্ককে আউট করার ৷ কিন্তু ওপেনারের ভাগ্য এদিন তার সঙ্গে ছিল ৷ ৩২ রানে ইমরুল কায়েস সিটার ড্রপ করেন ৷ ২৮ বছর বয়সীকে একবার এলবিডাব্লু দেওয়া হয়েছিল , কিন্তু ভারতীয় দল ডিআর এস নিয়ে তাঁকে ফিরিয়ে আনে ৷
advertisement
What a moment this for @mayankcricket. The celebration says it allpic.twitter.com/ucc7YycAeM
— BCCI (@BCCI) November 15, 2019
advertisement
দ্বিতীয় সেশনে পাঁচ ওভার ধরে ধৈর্য ধরে ব্যাট করে ময়াঙ্ক নিজের শতরান সেরে নেন ৷ ১০০ রানে ব্যাট করার সময় তিনি তাঁর কেরিয়ারের ৭১৫ রান করে ফেলেছিলেন ৷ সফল শতরানের পর দেড়শোও করে নেন এই কর্ণাটকী ব্যাটসম্যান ৷
advertisement
আরও দেখুন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 15, 2019 1:51 PM IST