ফাইটার পাইলট হতে চাইতেন এই ক্রিকেটার! এখন লক্ষ্য ভারতের হয়ে বিশ্বকাপ জয়
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
বেঙ্গালুরু: আকাশে যখন ফাইটার বিমান উড়ে যেত তখন সেদিকেই মন চলে যেত তার। ভাববেন লেখাপড়া শিখে একদিন ইন্ডিয়ান এয়ার ফোর্স পাইলট হবেন।মায়াঙ্ক আগারওয়াল ভারতীয় ক্রিকেট জগতে এখন পরিচিত নাম। এই আক্রমণাত্মক ব্যাটসম্যান চান ভারতের জার্সিতে বিশ্বকাপ জয় করতে।
কিন্তু ছোটবেলায় অন্যরকম ইচ্ছে ছিল তার। কর্ণাটকের হয়েই খেলেন সাম্প্রতিক সময়ের ভারতীয় ক্রিকেটার মায়াঙ্ক আগরওয়াল। বর্তমানে তিনি আইপিএলে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে। তিনিই নাকি বড় হয়ে ক্রিকেটার নন হতে চেয়েছিলেন এয়ারফোর্সের পাইলট!
আরও পড়ুন - Indian wrestlers: কুস্তিগীরদের সমর্থনে এবার কপিল, নীরজ, সিধু, সানিয়া! আজ সুপ্রিম কোর্টে শুনানি
এমন অজানা কাহিনিই শুনিয়েছেন মায়াঙ্ক। যোগ করেন, আমি যখন ছোট ছিলাম প্লেনের প্রতি আমার একটা আলাদা আকর্ষণ ছিল। দারুণ লাগত আমার। সবসময় আমি প্লেন, এয়ারক্রাফ্ট এইসব দেখব বলে খুঁজে বেরাতাম। আমি যদি দেখতে নাও পারি তাহলেও আমি কান দিয়ে শোনার চেষ্টা করতাম। কান দিয়ে শুনে আমি আকাশে প্লেন খুঁজে নেওয়ার চেষ্টা করতাম।
advertisement
advertisement
"I would become a pilot if not a cricketer." - Mayank Agarwal
— Raja Sekhar Yadav (@cricketwithraju) January 12, 2022
আমার ছোটবেলায় সবসময়ে এয়ারফোর্সের পাইলট হতে চেয়েছিলাম। আমার কাছে ওটা ছিল স্বপ্নের মতন। আমি পড়াশোনায় ভালো ছিলাম। আমার মা এটা সবসময় বলবে তবে আমার স্ত্রী সেটা নাও বলতে পারে। আমার স্ত্রী এটা নিয়ে আমার সঙ্গে ঠাট্টা করে। মায়াঙ্ক জানিয়েছেন তার বর্তমান স্ত্রী মানে তখনকার বান্ধবী তাকে সব সময় ক্রিকেট খেলার জন্য অনুপ্রাণিত করতেন।
advertisement
এমনকি প্র্যাকটিস কামাই করে দেখা করার কথা বলতেন না। স্ত্রীর সঙ্গেও তার বন্ধুর মতোই সম্পর্ক। প্রেম করার সময় থেকেই মায়াঙ্ককে তার বান্ধবী বলে দিয়েছিলেন আগে তোমার লক্ষ্য ভারতের হয়ে খেলা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 4:12 PM IST