দিল্লি: কুস্তিগীরদের সমর্থনে এবার এগিয়ে এলেন কপিল দেব, নীরজ চোপড়া এবং নভজোত সিং সিধু। তাদের প্রতিবাদ অন্তত শোনা হোক এমনটাই জানিয়েছেন এই তিনজন। এভাবে দেশের গর্বরা রাস্তায় পড়ে থাকছে সেটা ভাল লাগে না দেখতে। এদিকে রেসলিং ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ আজ নাকি সুপ্রিম কোর্টের শোনা হবে।
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করেছেন নীরজ চোপড়া। নীরজ চোপড়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লেখেন, ন্যায় বিচারের দাবিতে আমাদের দেশের ক্রীড়াবিদদের এভাবে রাস্তায় নামতে দেখে দুঃখ হচ্ছে। আমাদের মহান দেশের প্রতিনিধিত্ব করতে এবং বিশ্বমঞ্চে আমাদের গর্বিত করতে তাঁরা অনেক পরিশ্রম করেছেন।
একটি জাতি হিসাবে, আমাদের দায়িত্ব প্রত্যেক ব্যক্তির মর্যাদা রক্ষা করা। এদিকে কপিল দেবও কুস্তিগীদের সমর্থনে বলেছেন, তাঁরা কি কখনও বিচার পাবেন? সঙ্গে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটদের সাংবাদিক সম্মেলনের ছবি পোস্ট করেছিলেন কপিল। ভিনেশ ফোগাট দেশের ক্রিকেটার এবং অন্যান্য ক্রীড়াবিদদের কাছে আবেদন জানিয়েছিলেন মুখ খোলার জন্য।
এই আবহে এবার কুস্তিগীরদের সমর্থনে মুখ খুললেন অলিম্পিকে সোনার পদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেব মনে করেন যখন কুস্তিগীররা রাস্তায় নেমে এমন প্রতিবাদ করছেন তাদের কথা শোনা উচিত। তারা দেশের গর্ব, তাদের জন্য দেশের নাম ছড়িয়েছে। কার দোষ আছে বা নেই সেটা পরের বিষয়।
advertisement
As athletes, we train hard every day to represent our country on the international stage. It is deeply concerning to see our athletes finding it necessary to protest on the streets regarding the allegations of harassment in the Indian wrestling administration. My heart goes out…
— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) April 26, 2023
advertisement
কিন্তু তাদের কথা গুরুত্ব দিয়ে শোনা হোক। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্তের জন্য মেরি কমের মেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করার দাবি জানিয়েছিলেন কুস্তিগিররা। এরই মাঝে কুস্তিগিরদের অভিযোগ, দিল্লি পুলিশ ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ গ্রহণ করছে না।
As an athlete but more as a woman this is too difficult to watch .. they’ve brought laurels to our country and we have all celebrated them , with them .. if you have done that then it’s time to now stand with them in this difficult time too .. this is a highly sensitive matter… pic.twitter.com/7mVVyz1Dr1
দীর্ঘ তিন মাস অপেক্ষা করার পর তারা প্রতিবাদ শুরু করেছেন। সাক্ষী আগেই প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী বেটি বাঁচাও কথা বলেন। তাহলে আমরাও দেশের মেয়ে। আমাদের কেন কথা শোনা হচ্ছে না? সানিয়া মির্জাও কুস্তিগীরদের পাশে আছেন জানা গিয়েছে। সানিয়া লিখেছেন এভাবে দেশের গর্বদের সঙ্গে ব্যবহার করবেন না। ওদের সেলিব্রেশনের অংশ ছিলাম আমরা। তাই আজ দুঃখের