এক মরসুমেই মায়াঙ্কে মোহভঙ্গ, পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক 'গব্বর'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
পঞ্জাব কিংসের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হল মায়াঙ্ক আগরওয়ালকে। সেই জায়গায় নতুন মরসুমে দলকে নেতৃত্ব দেবেন শিখর ধওয়ান।
#পঞ্জাব: কোচের পর এবার ফের অধিনায়ক পরিবর্তন করল আইপিএল ফ্র্যাঞ্চাইজি পঞ্জাব কিংস। চলতি বছরের সেপ্টম্বর মাসেই অনিল কুম্বলের সঙ্গে চুক্তি শেষ হয় ফ্র্যাঞ্চাইজির। তার সঙ্গে চুক্তি না বাড়িয়ে ট্রেভর বেলিসকে কোচ করে এনেছে প্রীতি জিন্টার দল। এবার অধিনায়কত্ব থেকে মায়াঙ্ক আগরওয়ালকে সরিয়ে দেওয়া হল। পঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হলেন শিখর ধওয়ান।
কেএল রাহুলের দল ছেড়ে লখনউ সুপার জায়ান্টসের যাওয়ার পর মায়াঙ্ক আগরওয়ালকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু এক মরসুমেই মায়াঙ্কে মোহভঙ্গ হল পঞ্জাব কর্তৃপক্ষের। গত মরসুমে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে দল একেবারেই ভালো ফল করতে না পারাতেই এই কোপ বলে মনে করা হচ্ছে। এমনিতেও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ও দলের অন্দরেও মায়াঙ্ককেও সমস্যা তৈর হয়েছিব বলে সূত্রের খবর।
advertisement
advertisement
সেই কারণেই নতুন মরসুমে নতুন কোচ ও নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামতে চলেছে পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার শিখর ধওয়ান। রয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের তালিকাতেও। এর আগে একাধিক দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে ধওয়ানের। গত মরসুমে মেগা নিলামে ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাকে দলে নিয়েছিব পঞ্জাব কিংস। এবার অধিনায়কত্বের ব্যাটন নিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রথম আইপিএল জয়ের স্বপ্ন পূরণ করার 'চ্যালেঞ্জ' গব্বরের সামনে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 9:19 AM IST